রাজনীতি

প্রাণনাশের হুমকি এই বিরোধী দলনেতাকে

প্রাণনাশের হুমকি এই বিরোধী দলনেতাকে - West Bengal News 24

পুরভোটের প্রচারে গিয়ে রাজ্য তৃণমূলের যুব সভাপতি সায়নী ঘোষ গ্রেপ্তার হয়েছিলেন আগরতলায়। রবিবার এই ঘটনা ঘিরে দফায় দফায় তৃণমূল- বিজেপি সংঘর্ষে দিনভর উত্তপ্ত ছিল ত্রিপুরা। তার প্রভাব পড়ে বঙ্গেও। যদিও সোমবার সন্ধেবেলা যুবনেত্রী জামিনে মুক্ত হন।

তবে তার আগে সায়নীর গ্রেপ্তারির প্রতিবাদে সোমবার কলকাতা ও জেলাগুলিতে বিজেপি বিরোধী বিক্ষোভে শামিল হন তৃণমূল সমর্থকরা। পূর্ব মেদিনীপুরের মারিশদাতেও এমনই এক প্রতিবাদ মিছিল চলাকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার অভিযোগ ওঠে।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ি আটকে কুরুচিকর স্লোগান, প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ। সরগরম হয়ে ওঠে পূর্ব মেদিনীপুরের মারিশদা। নন্দীগ্রামের বিজেপি বিধায়ককে এভাবে হেনস্তার অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে মারিশদা থানায় অভিযোগ দায়ের করলেন শুভেন্দুর আইনজীবী অনির্বাণ চক্রবর্তী।

আরও পড়ুন: ফিরহাদের বিরুদ্ধে FIR দায়ের ত্রিপুরায়

ঘটনার প্রতিবাদে আজ মারিশদা থানা ঘেরাও কর্মসূচি রয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্বের। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের পালটা দাবি, সায়নীর গ্রেপ্তারির প্রতিবাদে জেলা তৃণমূলের তরফে প্রতিবাদ কর্মসূচি চলছিল।

নেতারা বক্তব্য রাখছিলেন। সেসময় শুভেন্দু সেখান দিয়ে যাচ্ছিলেন। তবে তাঁর গাড়ি আটকানোও হয়নি, বিক্ষোভও দেখানো হয়নি। বিজেপি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ এনেছে বলে দাবি ঘাসফুল শিবিরের।

যদিও পাল্টা বিজেপির অভিযোগ, ত্রিপুরায় তৃণমূলের উপর হামলার বদলা নিতেই বিরোধী দলনেতাকে এভাবে হুমকি দেওয়া হল। আরও অভিযোগ, পুলিশের নাকের ডগায় অর্থাত্‍ মারিশদা থানার সামনেই এমন ঘটনা ঘটে গেলেও পুলিশ ছিল নীরব দর্শক।

সুত্র: KEY খবর

আরও পড়ুন ::

Back to top button