দঃ ২৪ পরগনা

ওষুধ-ইঞ্জেকশন বাইরে থেকে কিনে আনুন! সরকারী হাসপাতালের বেহাল পরিষেবা

ওষুধ-ইঞ্জেকশন বাইরে থেকে কিনে আনুন! সরকারী হাসপাতালের বেহাল পরিষেবা - West Bengal News 24

রাজ্যে স্বাস্থ্য পরিষেবার উন্নতি হয়েছে বলে সরকারের তরফ বার বার দাবি করা হয়। কিন্তু শহর কলকাতার বুকে একটি সরকারি হাসপাতালে বমির ইঞ্জেকশন, ব্যথার ইনজেকশন কিংবা জ্বরের ইঞ্জেকশন নেই। আর তার ফলেই হয়রান হচ্ছেন রোগীর পরিজনরা।

বিশেষ করে রাতবিরেতে তো হয়রানি বাড়ে। কারণ তখন হাসপাতাল থেকে বলা হয় বাইরে থেকে ইনজেকশন নিয়ে আসুন। রাত্রেবেলা ওষুধ দোকান বন্ধ হয়ে গেলে তখন খুবই সমস্যায় পড়তে হয়। দিনের পর দিন এই চিত্র রাজপুর সোনারপুর পৌরসভা এলাকার সুভাষগ্রাম হাসপাতালে।

আরও পড়ুন :: দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে তৃণমূল বিধায়ক মদন মিত্র!

জ্বর, বমি কিংবা ব্যথার ইনজেকশন যে নেই সেটা হাসপাতাল কর্তৃপক্ষ বোর্ডে লিখে রেখেছেন। সমস্যার বিষয়টি নিয়ে রবিবার রাতে সরব হন কিছু রোগীর পরিজন। কিন্তু তাতেও সমস্যা মেটে নি। যদিও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা বলছেন, সমস্যা খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করা হবে।

ওই হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক রয়েছেন বলে জানা গিয়েছে। কিন্তু ন্যূনতম সাধারণ ওষুধপত্রের মেলে না। আর তার জন্যেই চিকিৎসা করতে গিয়ে সমস্যায় পড়তে হয় চিকিৎসকদেরও।

দরিদ্র রোগীদের বাড়ির লোকজন সমস্যায় পড়েন যখন হাসপাতাল থেকে বলা হয় বাইরে থেকে ওষুধ-ইঞ্জেকশন কিনে আনুন।

আরও পড়ুন ::

Back to top button