জাতীয়

নভেম্বরেই শীতের স্পেল, দক্ষিণে বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

নভেম্বরেই শীতের স্পেল, দক্ষিণে বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস

শীত কাতুরেদের কষ্ট আর শীত বিলাসীদের জন্য সুখবর। এবার ঠান্ডা উপভোগ করার সময় এসে গিয়েছে। হিমালয় এবং সংলগ্ন ক্ষেত্রে প্রবল তুষারপাত জারি রয়েছে৷ এই তুষারপাতের জেরে গোটা উত্তরভারতে শীতের দাপট ক্রমশ বাড়ছে৷

হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর এলাকায় তুষারপাত হচ্ছে৷ যার প্রভাবে এলাকায় তাপমাত্রার পতন বেশ ভালোভাবেই অনুভব করা যাচ্ছে৷ রাজধানী দিল্লিতেও তাপমাত্রার পতন শুরু হয়েছে৷ একই পরিস্থিতি কলকাতাতেও। দ্রুত নামছে তাপমাত্রার পারদ৷

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস৷ স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি সেলসিয়াস কম৷ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই ৷

দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ইতিমধ্যেই তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমেছে৷ উত্তরবঙ্গে কোন‌ও কোন‌ও জেলায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে তাপমাত্রা পতনের ফলে সকাল-সন্ধ্যায় ঠাণ্ডার অনুভূতি হবে৷

স্কাইমেটের ওয়েদার আপডেট অনুযায়ী, ১৫ নভেম্বর পর্যন্ত আন্দামান দ্বীপসমূহ, কেরল , লাক্ষাদ্বীপে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ বৃষ্টিপাতের পূর্বাভাস হয়েছে তামিলনাড়ু, দক্ষিণ অন্ধ্রপ্রদেশেও।

কর্নাটকেও হালকা বৃষ্টি হতে পারে। একইসঙ্গে জম্মু-কাশ্মীর, লাদাখ হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, উত্তর রাজস্থান, হরিয়াণাতেও দু’এক পশলা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন ::

Back to top button