রাজ্য

অনুব্রত মামলায় সময় পেল সিবিআই! সিব্বলেও ছিঁড়ল না শিকে

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Anubrata Mandal : অনুব্রত মামলায় সময় পেল সিবিআই! সিব্বলেও ছিঁড়ল না শিকে - West Bengal News 24

অনুব্রত মামলায় সময় পেল সিবিআই। বুধবার অনুব্রত মণ্ডলের হয়ে সুপ্রিম কোর্টে জোরদার সওয়াল করেন দেশের খ্যাতনামা আইনজীবীদের অন্যতম বর্ষীয়ান কপিল সিব্বল। কিন্ত সিব্বলেও শিকে ছিঁড়ল না বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ রাজনীতিবিদ অনুব্রত মণ্ডলের।

আদালতে কেষ্টর হয়ে সওয়াল করে কপিল সিব্বল বলেন, ”একই মামলায় মূল অভিযুক্ত এনামুল হক সুপ্রিম কোর্ট থেকেই জামিনে মুক্তি পেয়েছেন। মামলায় আর এক অভিযুক্ত বিএসএফ আধিকারিক সতীশ কুমারকেও জামিন দেওয়া হয়েছে। কিন্ত মূল অভিযুক্ত না হয়েও অনুব্রত মণ্ডল ১১০ দিন জেলেই রয়েছেন। তাঁর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।”

এরপরই বিচারপতি জয়মাল্য বাগচি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মোট কয়টি মামলা দায়ের করা হয়েছে তা জানতে চান। কপিল সিববলের উত্তর, ”দুটি। একটি গরুপাচারের মামলা, আরেকটি PMLA মামলা।”

১৭ নভেম্বর থেকে অনুব্রত মণ্ডল পিএমএলএ মামলায় জেলবন্দি রয়েছেন বলে জানান সিব্বল। এরপরেই বিচারপতি বলেন, ”তাহলে তো এক মাসও এখনও হয়নি।” জানা গিয়েছে, আগামী ১৬ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে।

আরও পড়ুন ::

Back to top button