জাতীয়

যোশীমঠের বিপর্যয়ে উচ্চ পর্যায়ের বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Joshimath Crisis : যোশীমঠের বিপর্যয়ে উচ্চ পর্যায়ের বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের - West Bengal News 24

প্রকৃতির খেয়ালে ধ্বংসের মুখে যোশীমঠ (Jashimath)। ক্রমশ মাটির সাথে মিশে যাওয়ার অপেক্ষায় দেবভূমির এই শহর। যোশী মঠকে (Jashimath) বাঁচাতে একাধিক ক্ষতিগ্রস্ত হোটেল ভাঙার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।

এদিকে যোশীমঠের পরিস্থিতিতে এলাকা পরিদর্শন করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Puskar Singh Dhami)। এলাকা পরিদর্শনের পর তাঁর দাবি , গাঢ়ওয়ালের পাহাড়ি জনপদের মাত্র ২৫ শতাংশ ঘর বাড়িতে ফাটল দেখা দিয়েছে।

তবে আশ্চর্যের কারণ , এই প্রাকৃতিক বিপর্যয়ে দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Union Home Minister) অমিত শাহ (Amit Shah)।

সূত্রের খবর, জোশীমঠের (Jashimath) বিপর্যয়ে এখনও পর্যন্ত সেনা শিবিরগুলির (Army Celter) ২৫ টি ভবনে ‘বিপজ্জনক ফাটল’ দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আইটিবিপির বেশ কিছু ঘরবাড়ি। জওয়ান এবং অফিসারদের জন্য বিকল্প বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।

এলএসি (LAC) মুখী একাধিক সড়কে ফাটল ধরায় সেনা ও আইটিবিপির (ITBP) গতিবিধি শ্লথ হয়েছে। দুর্গম সীমান্ত চৌকিগুলির সঙ্গে যোগাযোগ রক্ষার কাজ ক্রমশ কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুন ::

Back to top button