জাতীয়

দ্বিতীয় মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজটে বদলাবে আয়কর কাঠামো? জল্পনা তুঙ্গে

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

দ্বিতীয় মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজটে বদলাবে আয়কর কাঠামো? জল্পনা তুঙ্গে

দ্বিতীয় মোদী সরকারের (Modi Government) শেষ পূর্ণাঙ্গ বাজটে বদলাবে আয়কর কাঠামো ? জল্পনা তুঙ্গে। নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকারের দ্বিতীয় দফার শেষ বাজেটে ব্যক্তিগত আয়কর (Income Tax) কিছুটা কমতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

তবে সবটাই হতে পারে নির্বাচনের কথা মাথায় রেখে। চলতি বছরে ১০ রাজ্যের বিধানসভা ভোট (Assembly Election) এবং আগামী বছরের লোকসভা নির্বাচনের (Lokaova Eletion) আগে বাড়ানো হতে পারে করমুক্ত আয়ের সীমা। বিভিন্ন ধারার অধীনে করছাড়ের মাত্রা বাড়তে পারে বলে বলে অনুমান। লগ্নি টেনে আর্থিক বৃদ্ধির গতি ধরে রাখতে কয়েক বছর আগে নরেন্দ্র মোদী সরকার (Narendra Modi Government) কর্পোরেট সংস্থাগুলির কর কমিয়েছিল।

১ লা ফেব্রুয়ারি সংসদে ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Finance Minister Nirmala Sitaraman)। যা হবে দ্বিতীয় মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। কারণ আগামী বছর লোকসভা ভোট থাকায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Union Finance Minister)। সাধারণ মানুষের পাশাপাশি বাজেটের দিকে তাকিয়ে দেশের শিল্প মহল।

প্রসঙ্গত, ২০২০ সালের বাজেটে আয়কর কাঠামোর কিছু পরিবর্তন করা হয়েছিল। অর্থনীতিবিদদের একাংশের আশঙ্কা, ঘাটতি কিছুটা কমিয়ে আনতে নির্মলা (Nirmala Sitaraman) নতুন কিছু কর চাপাতে পারেন। কমিয়ে আনা হতে পারে গত তিন বছরে দেওয়া কোভিড (Covid) বাবদ ত্রাণ। আশা বাস্তবে কতটা পূরণ হবে তা বোঝা যাবে বাজেট প্রস্তাব পেশের দিন।

আরও পড়ুন ::

Back to top button