যখন বিজেপি বিধায়ক (BJP MLA) হিরনের দলবদল নিয়ে জল্পনা তুঙ্গে , ঠিক তখনই বড় দাবি করলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ফের একবার পাল্টা শাসক শিবিরে ভাঙন ধরানোর হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী৷ বিজেপি-র জাতীয় কার্যকরী কমিটির সদস্য মিঠুনের হুঁশিয়ারি , শুধু বিধায়করা নন, এই তালিকায় রয়েছেন বেশ কয়েকজন তৃণমূল সাংসদ৷ মিঠুন দাবি করেছেন, ‘২১ নয়, সংখ্যাটা অনেক বেড়েছে। সাংসদ এবং বিধায়ক- সবাই যোগাযোগ রাখছেন।’
মিঠুন অবশ্য দাবি করেছেন, ‘তৃণমূলের (Trinamool Congress) সবাই দুর্নীতিগ্রস্ত নয়, কারা দুর্নীতিগ্রস্ত নয়, চোখ এদিক-ওদিক ঘোরালেই বুঝতে পারবেন। বাংলার পরিস্থিতি উদ্বেগজনক। বিজেপি (BJP) সংখ্যালঘুদের বিরোধী নয়, সংখ্যালঘুদের ভুল বোঝানো হচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের যদি কেউ উন্নয়ন ঘটাতে পারে, তাহলে বিজেপিই পারবে।’
প্রসঙ্গত , গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দফতরে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chaterjee) ছবি সামনে এসেছিল৷ একা হিরণ নয়, আগামী মাসেই বিজেপি-র বেশ কয়েকজন বিধায়ক তৃণমূলে (Trinamool Congress) যোগ দিতে পারেন বলে শাসক শিবির সূত্রে দাবি করা হচ্ছে৷
যেখানে তৃণমূল (Trinamool Congress) থেকে আসা অধিকাংশ বড় নামই ফের বিজেপি ছেড়ে শাসক দলে ফিরে যাচ্ছেন, সেখানে মিঠুনের (Mithun Chakraborty) এই দাবি ঘিরে রাজনৈতিক মহলেও শোরগোল পড়ে গিয়েছে। মিঠুনের এই দাবি নিয়ে রাজ্য় বিজেপি-র অন্য়ান্য় নেতারাও মুখে কুলুপ এঁটেছেন।