জাতীয়

সংকট মেটাতে ভারতের পাশে আমেরিকা!‌ ভ্যাকসিন পাঠানোর আশ্বাস দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

সংকট মেটাতে ভারতের পাশে আমেরিকা!‌ ভ্যাকসিন পাঠানোর আশ্বাস দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট - West Bengal News 24

করোনা পরিস্থিতিতে ভারত-‌মার্কিন সম্পর্ক মজবুত করতে উদ্যোগী হলেন স্বয়ং কমলা হ্যারিস। কমলা হ্যারিস নিজে ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। ফোনে বেশ কিছুক্ষণ কথা হয়। মূলত কোভিড পরিস্থিতিতে ভ্যাকসিনের বণ্টন নিয়েই কথা হয়। ফোনে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ভারতের প্রধানমন্ত্রীকে বলেন, কোভিড অতিমারীকালে আমেরিকা বিশ্বের বহু দেশের পাশে থেকে কাজ করে চলেছে। করোনা ভাইরাসের টিকা দিয়ে বিশ্বের বহু দেশকে সাহায্য করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

জুন মাসের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ৮ কোটি ডোজ টিকা বণ্টন করতে চায়। অতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যান্য দেশে আড়াই কোটি ডোজ করোনার টিকা বণ্টন সেরে ফেলতে চায়। সেকথাও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোনে জানান আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এ বিষয়ে নরেন্দ্র মোদিও সহমত প্রকাশ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্যে বিশ্বের অন্যান্য দেশে ভারতও করোনার ভ্যাকসিন আমদানি করতে পারবে। প্রসঙ্গত, কয়েক মাস আগেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আমেরিকায় গিয়েছিলেন।

ভারত-‌মার্কিন দু’‌দেশের সম্পর্ক মজবুত করার লক্ষ্যেই ছিল এই সফর। সেখানেও করোনার টিকা বণ্টন নিয়ে আলোচনা হয়েছিল। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে বলেন, ‘‌মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে কথা হল, সেখানে করোনা ভ্যাকসিন বণ্টনের বিষয়ে আলোচনা হয়েছে। আমি ধন্যবাদ জানাই কমলা হ্যারিসকে। করোনা পরিস্থিতে যেভাবে মার্কিন সরকার সবাইকে সাহায্য করছে, তা বেশ ভালো।’

সুত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button