Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিচিত্রতা

বিয়ের পোশাক পুড়িয়ে ডিভোর্স উদযাপন নারীর

বিয়ের পোশাক পুড়িয়ে ডিভোর্স উদযাপন নারীর

২০১২ সালের অক্টোবরে বিয়ে। এরপর একে একে কেটে গেছে ১০ বছরে। নানা চড়াই উতরাই পেরিয়ে শেষমেশ আর সংসার টিকে নি, হয়েছে ডিভোর্স। তাই বিয়ের পোশাক পুড়িয়ে ডিভোর্স উদযাপন করেছেন সেই নারী। খবর এনডিটিভির।

লরেন ব্রুক নামে ওই নারী গত ২০২১ সালের সেপ্টেম্বরে তার স্বামীর সঙ্গে আলাদা হন। তবে মার্কিন আইনের কারণে ডিভোর্স সম্পন্ন হতে একবছর সময় লাগে। ২০২৩ সালের জানুয়ারিতে তাদের এ বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।

বিচ্ছেদ সম্পন্নের পর ব্রুক তার মা ফেলিছিয়া বোম্যান (৫৮) এবং তার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে এটি অন্যরকমভাবে উদযাপনের পরিকল্পনা করেন। আয়োজন করেন ফটোশ্যুটের।

দেশটির নর্থ ক্যারোলিনার বাসিন্দা ব্রুক বলেন, এর উদ্দেশ্য ছিল দুইপক্ষের জন্যই ডিভোর্স কতটা খারাপ, কঠিন, বেদনাদায়ক তা দেখানো। একটা সময় ছিল যখন প্রতিটা সকালে উঠে আমি কাঁদতাম। এছাড়া ভাবতাম আমি এখান থেকে বের হতে পারবো না কিন্তু পেরেছি।

তিনি আরও বলেছেন, আমাদের বিচ্ছেদ হচ্ছে কিন্তু সন্তানদের দেখাশুনার জন্য আমাদের বাকি জীবন কাজ করতে হবে। আমি পেরেছি, আমি এখন আর সকালে উঠে কাঁদি না। আমি এখন ভালো পর্যায়ে আছি।

২০২২ সালের অক্টোবরে ব্রুকের স্বামী বিচ্ছেদের আবেদন করে। সেইসময় ব্রুক মনে করেছিলেন, তার জীবন শেষ হয়ে গেল এবং তাকে অন্ধকারে ফেলে দিয়েছে।

২০২৩ সালের মার্চে ব্রুক তার বাড়ির উঠোনে বিচ্ছেদ উদযাপনের ফটোশ্যুট করেন। এদিন অনেক আনন্দ হয়েছে বলে জানান ব্রুক। এদিনে বিয়ের পোশাক পুড়িয়ে নিজেকে শক্তিশালী মনে হয়েছে বলে ব্রুক জানিয়েছেন।

ব্রুক বলেন, আমি এখন অনেক খুশি। এ পর্যায়ে আমার আসার একমাত্র কারণ হচ্ছে আমার বিশ্বাস।

আরও পড়ুন ::

Back to top button