মন্ত্রীর গাড়িতে হামলা-কাণ্ডে সিআইডি মামলায় রাজেশ মাহাতো সহ ১১ জনের জামিন, অন্য মামলায় অভিযুক্ত থাকায় ১০ জনের এখনই জেলমুক্তি নয়
স্বপ্নীল মজুমদার
মন্ত্রী বিরবাহা হাঁসদার গাড়িতে হামলার মামলায় রাজেশ মাহাতো সহ ১১ জন অভিযুক্তদের জামিন মঞ্জুর করল ঝাড়গ্রামের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা আদালত।
গত ২৬ মে অভিষেক বন্দোপাধ্যায়ের কনভয়ের পিছনে থাকা বিরবাহা হাঁসদার গাড়িতে হামলার অভিযোগ ওঠে কুড়মি আন্দোলনের নেতা কর্মীদের বিরুদ্ধে। ঝাড়গ্রামের গড়শালবনি এলাকায় ওই ঘটনাটি ঘটেছিল। ঘটনার পরে পরেই ঝাড়গ্রাম থানার পুলিশ সুয়োমোটো মামলা রুজু করেছিল ১৫ জনের বিরুদ্ধে।
পুলিশ প্রথম দফায় ৮ জনকে গ্রেফতার করে। পরে মামলার তদন্ত ভার নেয় সিআইডি। সিআইডি আরও ৩ জনকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে রয়েছেন কুরমি আন্দোলনের উল্লেখযোগ্য নেতা রাজেশ মাহাতো, শিবাজী মাহাতো, কৌশিক মাহাতো প্রমুখ। ওই মামলায় কুড়মি আন্দোলনের আর এক নেতা অনুপ মাহাতোও গ্রেফতার হয়েছিলেন।
পরবর্তীকালে রাজেশ মাহাতো, শিবাজী মাহাতো সহ ১১ জন অভিযুক্তদের মধ্যে ১০ জন কে আরো অন্যান্য বিভিন্ন মামলায় অভিযুক্ত করা হয়। জামবনি থানার দু’টি মামলা ছাড়াও বিরবাহা হাঁসদার গাড়ি চালকের অভিযোগের ভিত্তিতে পৃথক একটি মামলা রুজু করে ঝাড়গ্রাম থানার পুলিশ। শহর তৃণমূলের সভাপতি নবু গোয়ালার অভিযোগের ভিত্তিতে আরও একটি পৃথক মামলা রুজু হয়। নবু গোয়ালার মামলাটিতেও আদিবাসী নিপীড়ন প্রতিরোধ আইন থাকায় সেই মামলাটিও রয়েছে ঝাড়গ্রাম প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে।
সোমবার ১১ জন অভিযুক্তকেই ঝাড়গ্রাম প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে হাজির করা হয়েছিল। সেখানে অভিযুক্তদের জামিনের আবেদন করেন অভিযুক্ত পক্ষের দুই আইনজীবী অশ্বিনীকুমার মন্ডল এবং তপন চৌধুরী। সরকারি আইনজীবী জামিনের বিরোধিতা করেন। বিচারক অবশ্য অভিযুক্তপক্ষ এবং সরকার পক্ষের সওয়াল-জবাব শোনার পর ১১ জন অভিযুক্তেরই শর্তাধীন জামিন মঞ্জুর করেন।
বিচারক তাঁর নির্দেশে জানিয়েছেন, প্রত্যেক অভিযুক্ত ৩০০০ টাকার বন্ডে জামিন পাবেন। তবে এদিন ওই ১১ জনের মধ্যে অনুপ মাহাতো বাদে ১০ জন অন্যান্য ৪ টি মামলায় অভিযুক্ত থাকায় তাঁরা কিন্তু জেল থেকে ছাড়া পাচ্ছেন না। তবে অনুপ মাহাতো জেল থেকে ছাড়া পাচ্ছেন। কারণ অনুপ একটি মামলাতেই অভিযুক্ত ছিলেন।