মন্দার বাজারে টিকে থাকতে ছোট থেকে বড়- বিভিন্ন সংস্থাই কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে। তথ্য প্রযুক্তি সংস্থা থেকে শুরু করে বহুজাতিক সংস্থা, সংবাদমাধ্যম, অনলাইন মাধ্যম, কোনও কিছুই বাদ যায়নি। এবার কর্মী ছাঁটাই করল শতাব্দী প্রাচীন ম্য়াগাজিনও।
জানা গিয়েছে, ন্যাশনাল জিওগ্রাফিক (National Geographic) ম্যাগাজিন তাদের শেষ স্টাফ রাইটার বা নিজস্ব সংবাদদাতাকেও ছাঁটাই করে দিল। বিজ্ঞান ও প্রকৃতি নিয়ে বিশ্বের অন্যতম সেরা ম্যাগাজিন ন্যাশনাল জিওগ্রাফিক। শুধুমাত্র কর্মী ছাঁটাই-ই নয়, মাসিক এই পত্রিকাটিও বন্ধ হয়ে যাচ্ছে। আগামী বছরই এই ম্যাগাজিন বন্ধ হয়ে যাবে, এমনটাই ওয়াশিংটন পোস্ট সূত্রে খবর।
১৮৮৮ সালে প্রকাশনা শুরু হয় ন্যাশনাল জিওগ্রাফিকের। এক শতাব্দীরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে চলার পর অবশেষে এই পত্রিকার প্রকাশনায় ইতি পড়তে চলেছে। সম্প্রতিই ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের তরফে ১৯ জন লেখককে ছাঁটাই করা হয়। সংস্থার সম্পাদকীয় বিভাগের একাধিক কর্মীরাও এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন।
ন্যাশনাল জিওগ্রাফিকের শেষ নিজস্ব সংবাদদাতা ছিলেন ক্রেগ এ ওয়েলচ। বুধবার তাঁকেও ছাঁটাই করা হয়। ন্যাশনাল জিওগ্রাফিকের অপর এক লেখক তথা ম্যাগাজিনের সম্পাদক নিনা স্ট্রকলিকও টুইটারে কর্মী ছাঁটাইয়ের কথা জানান। খরচ কমানোর জন্য়ই ডিজনির অধীনস্থ এই ম্যাগাজিনে কর্মী ছাঁটাই করা হচ্ছে।