মণিপুরের ঘটনা নিয়ে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ ট্যুইট করে প্রবল উদ্বেগের পাশাপাশি, একরাশ ক্ষোভ উগরে দিলেন তিনি৷ মণিপুরের ঘটনা নিয়ে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী থেকে দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি৷ মমতার (Mamata Banerjee) ট্যুইট এল দুপুরেই৷
আগে থেকেই মণিপুরের হিংসার ঘটনা নিয়ে বারবার সরব হতে দেখি গিয়েছে তাঁকে৷ তিনি বারংবার কেন্দ্রীয় সরকারের ব্যর্থতাকে সামনে এনেছেন মণিপুরের ঘটনাকে নিয়ে৷ তৃণমূলের তরফ থেকে একটি তথ্যসন্ধানী দলও পাঠানো হয়েছে মণিপুরে৷ সব মিলিয়ে মণিপুর নিয়ে আগে থেকেই সরব ছিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ এ বার নতুন করে মণিপুরের ভিডিও নিয়ে ট্যুইটারে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী৷
মমতা (Mamata Banerjee)পোস্টে লিখেছেন, ‘দুই মহিলাকে যেভাবে নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে, সেই ভিডিও দেখে হৃদয় ভগ্ন হয়েছে৷ উন্মত জনতার যে ভাবে অত্যাচার করা হয়েছে, তা দেখে রাগ হচ্ছে৷’ পাশাপাশি তিনি লিখেছেন, ‘প্রান্তেবাসী মহিলার উপর যে প্রবল অত্যাচার করা হয়েছে, তা দেখে দুঃখপ্রকাশ করার করার কোনও ভাষা পাচ্ছি না৷ এই বর্বরোচিত ঘটনা ভাষায় প্রকাশের ঊর্ধ্বে, মানবিকতার ঊর্ধ্বে৷’
Heartbroken and outraged to witness the horrific video from Manipur showing the brutal treatment of two women by a frenzied mob.
No words can express the pain and anguish of witnessing the violence inflicted on marginalized women. This act of barbarism is beyond comprehension…
— Mamata Banerjee (@MamataOfficial) July 20, 2023