Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঝাড়গ্রাম

পথচলতি মানুষজনকে রাখী পরিয়ে মিষ্টি খাওয়ালেন ঝাড়গ্রামের পৌরপ্রধান কবিতা ঘোষ

স্বপ্নীল মজুমদার

পথচলতি মানুষজনকে রাখী পরিয়ে মিষ্টি খাওয়ালেন ঝাড়গ্রামের পৌরপ্রধান কবিতা ঘোষ

বুধবার জেলা জুড়ে সাড়ম্বরে পালিত হল রাখীবন্ধন উৎসব ও সংহতি দিবস। এদিন জেলা যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের উদ্যোগে ঝাড়গ্রাম শহরের পাঁচমাথা মোড়ে সংহতি দিবস পালন করা হয়। ছিলেন জেলাশাসক সুনীল আগরওয়াল, জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা, পৌরপ্রধান কবিতা ঘোষ প্রমুখ।

এদিন পৌরসভার যুবকল্যাণ ও ক্রীড়া বিভাগের উদ্যোগে পৌরভবন প্রাঙ্গণে সংহতি দিবস পালন করা হয়। সেখানে ছিলেন পৌরপ্রধান কবিতা ঘোষ, উপ পৌরপ্রধান সুখী সরেন, কাউন্সিলর গৌরাঙ্গ প্রধান, গৌতম মাহাতো, মানসী ঘোষ, বিপ্লব শীট, নবু গোয়ালা প্রমুখ।

পরে শহরের রাস্তায় নেমে পথচলতি মানুষজনকে রাখী পরিয়ে মিষ্টিমুখ করান পৌরপ্রধান কবিতা ঘোষ। এদিন ঝাড়গ্রামের বিধায়ক তথা মন্ত্রী বিরবাহা হাঁসদার উদ্যোগে তাঁর বিধানসভা এলাকার ২৩টি জায়গায় রাখী বন্ধন কর্মসূচি হয়।

তবে এদিন বিরবাহা ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনী প্রচারে ধূপগুড়িতে ছিলেন। এদিন ঝাড়গ্রাম জেলাজুড়ে তৃণমূল, বিজেপি সহ বিভিন্ন দল ও সংগঠনের উদ্যোগে রাখী বন্ধন কর্মসূচি হয়।

আরও পড়ুন ::

Back to top button