ঝাড়গ্রাম
সুবর্ণরৈখিক রেলপথ সংগ্রাম কমিটির উদ্যোগে দুই বিশেষ চাহিদা সম্পন্নকে হুইল চেয়ার
স্বপ্নীল মজুমদার
সুবর্ণরৈখিক রেলপথ সংগ্রাম কমিটির উদ্যোগে ও স্বর্ণদীপ চ্যারিটেবল ট্রাষ্ট-এর সহযোগিতায় বুধবার গোপীবল্লভপুরের বাকড়া ও ছাতিনাশোল গ্রামের বিশেষ চাহিদা সম্পন্ন দু’জন ব্যক্তিকে দু’টি হুইল চেয়ার দেওয়া হল ।
বাকড়া গ্রামের যুবক মানস বেরা জন্ম থেকেই হাঁটাচলা করতে পারেন না আর ছাতিনাশোলের বৃদ্ধ জামান মান্ডির একটা হাত এবং একটা পা অচল । স্বভাবতই পুজোর মরসুমে হুইল চেয়ার পেয়ে তাঁরা খুশি।
সুবর্ণরৈখিক রেলপথ সংগ্রাম কমিটির সভাপতি সত্যব্রত রাউত বলছেন, সারা বছরই নানা সেবামূলক কর্মসূচি করা হয়।
গত বছর ৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবসে গোপীবল্লভপুর-১ ব্লকের সমস্ত বিশেষ চাহিদা সম্পন্নদের কম্বল ও সাহায্য দেওয়ার সময় ওই দু’জন বিশেষ চাহিদা সম্পন্নের খোঁজ মেলে।
তাঁদের যাতায়াতের সুবিধার জন্য হুইল চেয়ার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।