বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পরিবেশ গবেষণা সংস্থা ট্রপিক্যাল ইনস্টিটিউট অফ আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ-এর (টিয়া) উদ্যোগে এবং গ্লোবাল ফোরাম ফর রুরাল সাসটেইনবল ডেভলেপমেন্ট-এর ভারতীয় শাখার সহযোগিতায় ঝাড়গ্রাম বিদ্যাসাগর বাণীভবনে বুধবার অনুষ্ঠিত হল পর্যটন বিষয়ক একদিনের আন্তর্জাতিক সেমিনার।
সেমিনারের শিরোনাম ছিল ‘চ্যালেঞ্জেস অ্যান্ড পোটেনসিয়াল অফ হেরিটেজ ট্যুরিজম ইন সাউথ এশিয়া অ্যান্ড সাসটেইনেবল ডেভলেপমেন্ট’। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান টিয়ার সম্পাদক অধ্যাপক প্রণবকুমার সাহু। অন্যান্য অতিথিবৃন্দের উপস্থিতিতে চারাগাছে জল ঢেলে এদিনের কর্মসূচির সূচনা করেন ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল।
সারাদিন ধরে দুটি হলঘরে অফলাইনে ও অনলাইনে পর্যটন বিষয়ে প্রায় পঞ্চাশটি গবেষণা পত্র পেশ করেন দেশ-বিদেশের গবেষকরা। অনলাইনে উপস্থিত থেকে গবেষণাপত্র পেশ করেন সার্কের বাংলাদেশের অন্যতম প্রতিনিধি গবেষক মহম্মদ সেলিম রেজা, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জয়ন্ত চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট জনরা। অনলাইনে অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক চন্দন করণ। প্রায় দেড়শো প্রতিনিধি এদিন সেমিনারে যোগ দেন।