ঝাড়গ্রাম

পরিবেশ সুরক্ষার উদ্দেশ্যে জন-সংযোগ কর্মসূচি

স্বপ্নীল মজুমদার

পরিবেশ সুরক্ষার উদ্দেশ্যে জন-সংযোগ কর্মসূচি

‘পরিবেশ সুরক্ষার উদ্দেশ্যে জীবনশৈলীতে পরিবর্তন’ এবং ‘স্বচ্ছতাই সেবা’ এ দু’টি বিষয় সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করতে বুধবার একটি জন সংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয় ঝাড়গ্রাম জেলার রগড়া রাজা নরসিংহ মল্ল অ্যাকাডেমি স্কুলে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অধীন কেন্দ্রীয় ভূমিজল বোর্ড, পূর্ব ক্ষেত্র, কোলকাতার তত্ত্বাবধানে। কর্মসূচিটির উদ্বোধক এবং মুখ্য বক্তা ছিলেন আয়োজক দপ্তরের ক্ষেত্রীয় নির্দেশক ড: অনাদি গায়েন।

তিনি পরিবেশ সুরক্ষার জন্য জীবনশৈলীতে কি কি পরিবর্তন আনা উচিত সে বিষয়ে বিশদে আলোচনা করেন। প্রাকৃতিক সম্পদ বিশেষত ভৌমজলকে কি কি উপায়ে সংরক্ষণ ও পুনর্ভরণ করা যেতে পারে সে সম্পর্কে বিশিষ্ট বৈজ্ঞানিক সুজিত সরকার উপস্হিত ছাত্রছাত্রীদের অবহিত করেন।

সাঁকরাইল ব্লকের বিভিন্ন স্কুল থেকে শতাধিক ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে আয়োজিত চিত্রাঙ্কণ ও ক্যুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দপ্তরের রসায়নবিদ অতলান্ত নারায়ণ চৌধুরী। পরিবেশ রক্ষায় সাধারণ মানুষজনকে স্বচ্ছতার গুরুত্ব বোঝাতে স্কুল সংলগ্ন অঞ্চলে একটি পদযাত্রারও আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক সুব্রত মহাপাত্র, ভূপেনচন্দ্র মাহাতো প্রমুখ।

আরও পড়ুন ::

Back to top button