আন্তর্জাতিক

মিলছে না ল্যামিনেশন পেপার – পাকিস্তানে প্রকট পাসপোর্ট সঙ্কট

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Pakistan : মিলছে না ল্যামিনেশন পেপার – পাকিস্তানে প্রকট পাসপোর্ট সঙ্কট - West Bengal News 24

ভারতের প্রতিবেশী দেশে এবার দেখা দিল আজব এক সঙ্কট। পড়শি দেশ পাকিস্তানে ছাপানো যাচ্ছে না পাসপোর্ট। নতুন পাসপোর্টের অপেক্ষায় বসে রয়েছেন হাজার হাজার মানুষ। কবে পাসপোর্ট পাবেন , তার ঠিক নেই।

পাকিস্তানের একাধিক পড়ুয়া , যারা ব্রিটেন বা ইটালিতে পড়তে যেতে চান , তাদের ভিসা পেয়ে গেলেও, এখন পাসপোর্টের অপেক্ষায় বসে রয়েছেন। অনেক পড়ুয়ারই ভয়, পাসপোর্ট না পাওয়ায় তাদের বিদেশে পড়ার সুযোগই হয়তো হাতছাড়া হয়ে যাবে।

জানা গিয়েছে , ফ্রান্স থেকে পাসপোর্ট এর জন্য ল্যামিনেশন পেপার আমদানি করে পাকিস্তান। কিন্তু আর্থিক সঙ্কটের কারণে সেই আমদানি বন্ধ। ফলে পাসপোর্ট তৈরি হচ্ছে না। পাসপোর্ট তৈরি করার জন্য বিকল্প কোনও পদ্ধতি এখনও ভেবে দেখেনি শাহবাজ শরীফ সরকার।

আরও পড়ুন ::

Back to top button