প্রযুক্তি

যে ১০টি অ্যাপস ব্যাটারির চার্জ কমিয়ে ফেলে

যে ১০টি অ্যাপস ব্যাটারির চার্জ কমিয়ে ফেলে

মনে হয়, বিশ্বের বর্তমান সময়ের অন্যতম সমস্যা মোবাইলে চার্জ না থাকা। অ্যান্ড্রয়েড ফোনগুলোর চার্জ মনে হয় আরও দ্রুত শেষ হয়ে যায়। কারণ, কিছু অ্যাপস খুব সহজে মোবাইলের ব্যাটারি খালি করে ফেলে।

আপনার মোবাইলের চার্জ পরিপূর্ণ রাখার জন্য আপনি একটা সুন্দর ব্যবস্থা করতে পারেন। মাত্র ১০টি অ্যাপস এড়িয়ে চললে আপনার মোবাইলে দীর্ঘসময় চার্জ রাখা সম্ভব।

শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনের জন্য এই পরীক্ষা চালানো হলেও আইওএস এবং উইন্ডোজ মোবাইলেও একই সমস্যা দেখা যায়। তাই এই ১০টি অ্যাপস ঐ সকল অপারেটিং সিস্টেম এও সমস্যা করে।

মোবাইলে চার্জ না থাকার অন্যতম কারণ অ্যাপস। যে ১০ টি অ্যাপস ব্যাটারির চার্জ খুব সহজে কমিয়ে ফেলে সেই অ্যাপসগুলোর নাম নিচে উল্লেখ করা হল-
১. ফেসবুক
২. গুগল ম্যাপ
৩. ফেসবুক মেসেঞ্জার
৪. ইন্সটাগ্রাম
৫. ব্লাকবেরি মেসেঞ্জার
৬. চ্যাট অন
৭. কিক
৮. হোয়াটস অ্যাপ
৯. উই চ্যাট
১০ ওয়েদার চ্যানেল

অর্থাৎ, মেসেঞ্জার ও বিভিন্ন সামাজিক মাধ্যম মোবাইলের চার্জ দ্রুত শেষ করে। তাই এসব অ্যাপস কম ব্যবহার করুন।–সুত্র: মেট্রো।

আরও পড়ুন ::

Back to top button