রাজ্য

গ্রিন জোনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে বাস, জানাল রাজ্য পুলিশ !

গ্রিন জোনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে বাস, জানাল রাজ্য পুলিশ !

 

অবশেষে রাজ্যের গ্রিন জোনগুলোতে গণপরিবহন চালুর অনুমতি দিল রাজ্য পুলিশ। তবে সেখানেও যাত্রী সংখ্যা হতে হবে ৫০ শতাংশের কম। মঙ্গলবার টুইট করে একথা উল্লেখ করে রাজ্য পুলিশ লিখেছে, ‘‌গ্রিন জোন জেলাগুলোতে ৫০ শতাংশের কম যাত্রী নিয়ে গণপরিবহন চলবে।

বাড়ি থেকেই কাজ করার চেষ্টা করুন। মাস্ক পরতে ভুলবেন না এবং বাইরে বেরলে সামাজিক দূরত্ব বিধি পালন করুন। পুলিশ লকডাউন বিধি কড়াভাবে বলবত্‍ রাখবে।’ একইসঙ্গে পুলিশের তরফে জানানো হয়েছে, কন্টেনমেন্ট জোনগুলো বাদ দিয়ে ছোট গাড়ি চলাচল করতে পারে, তবে যাত্রী সংখ্যা তিনজনের বেশি করা যাবে না।

শপিং মল ছাড়া সাধারণ কোদানপাট খোলা যাবে তবে সামাজিক দূরত্ব বিধি মেনেই। শুধু লকডাউন বিধি ভাঙার জন্যই গত ২৫ মার্চ থেকে এপর্যন্ত ৪০,৭২৩জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৩৬১৪টা গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে বলে টুইটারে লিখেছে রাজ্য পুলিশ। ‌

সুত্র: আজকাল.in

আরও পড়ুন ::

Back to top button