শিক্ষা

প্রকাশিত হল মাধ্যমিকের ফল

প্রকাশিত হল মাধ্যমিকের ফল

প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল। বুধবার সকাল ১০ টায় ঘোষণা মতই ফল প্রকাশ করা হল। সকাল সাড়ে ১০ টা থেকে ফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। ২২ জুলাই স্কুলে পাওয়া যাবে মার্কশিট।

কলকাতায় পাশের হার ৯১.০৭ শতাংশ। সাফল্যের হার সর্বোচ্চ পূর্ব মেদিনীপুরে। দ্বিতীয় স্থানে পশ্চিম মেদিনিপুর ও তৃতীয় স্থানে কলকাতা।

এবার মাধ্যমিকে পাশের হার ৮৬.৩৪ শতাংশ। যা সর্বকালের রেকর্ড।

মাধ্যমিকে প্রথম অরিত্র পাল। প্রাপ্ত নম্বর ৯৯.১৪ শতাংশ।

Madhyamik Result 2020 West Bengal Board | সরকারি ওয়েবসাইটে গিয়ে দেখা যাবে রেজাল্ট:

১) মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট www.wbbse.org তে ক্লিক করতে হবে।
২) WBBSE class 10 results লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) নিজের রোল নম্বর এবং জন্ম তারিখ দিয়ে ‘Submit’-অপশনে ক্লিক করতে হবে।
৪) স্ক্রিনে মাধ্যমিক পরীক্ষা ২০২০ সালের রেজাল্ট WBBSE Madhyamik Result 2020 দেখাবে।
৫) ভবিষ্যতের জন্য তা ডাউনলোড করে রেখে দেওয়া যাবে।

আরও একাধিক ওয়েবসাইট থেকে মাধ্যমিক পরীক্ষা ২০২০ সালের রেজাল্ট দেখা যাবে, সেগুলি হল :

কীভাবে SMS-এর মাধ্যমে মাধ্য়মিক পরীক্ষা ২০২০ সালের রেজাল্ট দেখবেন :

WB10<space>Roll Number লিখে ৫৬৭৬৫০ নম্বরে মেসেজ পাঠিয়ে দিন।

কীভাবে App-এর মাধ্যমে রেজাল্ট দেখবেন : Google Play Store-এ গিয়ে Madhyamik Results 2020 App ডাউনলোড করুন। সেখানেই রেজাল্ট দেখতে পাবেন।

আরও পড়ুন ::

Back to top button