জাতীয়

অযোধ্যা মন্দিরের ভূমিপুজো উদযাপন করবেন এই মুসলিমরাও

অযোধ্যা মন্দিরের ভূমিপুজো উদযাপন করবেন এই মুসলিমরাও

৫ আগস্ট ভূমিপুজো হবে অযোধ্যার রামমন্দিরের। উপস্থিত থাকবেন খোদ প্রধানমন্ত্রী মোদি সহ বিশিষ্ট নেতা-মন্ত্রীরা। করোনার কারণে অনুষ্ঠানে অতিথি সংখ্যা বেঁধে দিয়েছে ট্রাস্ট। তাতে এতটকু দমেননি জামশেদ, ওয়াসিরা। মন্দিরে ঢুকতে না পারলে বাইরেই উদযাপন করবেন, অনড় এই রামভক্তরা।

ফৈজাবাদ জেলার বাসিন্দা জামশেদ খান। জানালেন, হিন্দু ভাইদের সঙ্গেই ভূমিপুজোর দিনে আনন্দ উত্‍সব পালন করবেন। তাঁর কথায়, ‘‌আমরা ধর্মান্তরিত হয়েছি। মুসলিম ধর্ম গ্রহণ করেছি। এই ধর্মের আচার পালন করি। তাবলে আমাদের পূর্বপুরুষ বদলে যায় না। আমরা বিশ্বাস করি, রাম আমাদের পূর্বপুরুষ।’‌

একই কথা বললেন ফৈজাবাদের ওয়াসি হায়দর। হায়দরের কথায়, ‘‌আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী। ইসলাম ধর্মাচারণ করি। আমরা এটাও বিশ্বাস করি, যে প্রভু রাম আমাদের পূর্বপুরুষ। সেই রামের মন্দির নির্মাণ দেখাটা দারুণ ব্যাপার হবে।’‌

[ আরও পড়ুন : কলকাতা-মুম্বই-নয়ডায় আইসিএমআর-এর টেস্টিং ল্যাব, উদ্বোধনে প্রধানমন্ত্রী ]

হাজি সইদ জানালেন, ভারতীয় মুসলিমরা রামকে ‘‌ইমাম-এ-হিন্দ’‌ মনে করেন। রশিদ আনসারির ইচ্ছা, অন্তত একবার রাম জন্মভূমিতে ঢুকবেন। বললেন, ‘‌নিরাপত্তা বা অন্য কোনও কারণে সেখানে ঢুকতে না পারলে আমি বাইরেই ভিতপুজো উদযাপন করব।’‌

আরএসএস-এর সংখ্যালঘু সংগঠন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের অযোধ্যার প্রধান অনিল সিং বললেন, ভিতপুজোর দিন বহু দূর থেকে রামের মুসলিম ভক্তরা অযোধ্যায় আসছেন। ‘‌এক ভক্ত নিজের বাড়ি ছত্তিশগড় থেকে ইঁট আনছেন রাম মন্দির নির্মাণের জন্য।’

অনিল সিং রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য। তিনি জানালেন,‌ করোনা বিধির কারণে ২০০ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে ভিতপুজোর দিন। বিভিন্ন ধর্মের প্রধানদেরও আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে ট্রাস্টের।

[ আরও পড়ুন : ভারতীয়দের মনে আশার আলো, কোভ্যাকসিনের প্রথম ট্রায়াল আশাপূর্ণ ]

সুত্র: আজকাল.in

আরও পড়ুন ::

Back to top button