ঝাড়গ্রাম

টিফিনের খরচ বাঁচিয়ে ঝাড়গ্রামে সেবাময়ী টেরিজার জন্মদিন পালনে সুপার স্পেশালিটির ঠিকা-কর্মীরা

টিফিনের খরচ বাঁচিয়ে ঝাড়গ্রামে সেবাময়ী টেরিজার জন্মদিন পালনে সুপার স্পেশালিটির ঠিকা-কর্মীরা

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: চুক্তিভিত্তিক অস্থায়ী কাজে আয় সামান্যই। তবে মাদার টেরিজার ১১০ তম জন্মদিনে দৃষ্টান্ত স্থাপন করলেন শুভেন্দু গোস্বামী, বনলতা মাহাতো, বিজন চৌধুরী, সুরজিৎ দে-র মতো ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের অস্থায়ী কর্মীরা।

বুধবার মাদারের জন্মদিনে হাসপাতাল প্রাঙ্গণে তাঁর পূর্ণাবয়ব মূর্তিটি ধুয়ে পরিষ্কার করে ফুলের মালা পরিয়ে, ধূপ ও মোমবাজি জ্বালিয়ে মহীয়সীকে শ্রদ্ধা জানালেন শুভেন্দুবাবুরা। অল গ্লোবাল নামে একটি বেসরকারি সংস্থার চুক্তিভিত্তিক ১৪২ জন অস্থায়ী কর্মী হাসপাতালের হাউস কিপিং ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্ল এবং সিকিউরিটির কাজ করেন।

[ আরও পড়ুন : দেশে শুরু হল অক্সফোর্ডের ভ্যাকসিন কোভিশিল্ডের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ ]

শুভেন্দুবাবু বলেন, ‘‘সেবাময়ী মাদার টেরিজার জন্মদিনে আমরা তাঁর আশীর্বাদ নিয়ে এই কঠিন পরিস্থিতিতে কাজ চালিয়ে যাওয়ার, মানুষকে পরিষেবা দেওয়ার শপথ নিয়েছি।’’

 

আরও পড়ুন ::

Back to top button