জাতীয়

আসছে তৃতীয় ঢেউ, দিল্লিতে যাতে অক্সিজেন সঙ্কট না দেখা যায় তা নিশ্চিত করার নির্দেশ সুপ্রিম কোর্টের

আসছে তৃতীয় ঢেউ, দিল্লিতে যাতে অক্সিজেন সঙ্কট না দেখা যায় তা নিশ্চিত করার নির্দেশ সুপ্রিম কোর্টের - West Bengal News 24

কোভিড পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র এপর্যন্ত যথাযথ ব্যবস্থা নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবারই এই দাবি করছেন। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী বারবার অভিযোগ করছেন, দৈনিক বরাদ্দ অক্সিজেনও বরাদ্দ অক্সিজেনও মিলছে না। এব্যাপারে বৃহস্পতিবার কেন্দ্র সুপ্রিম কোর্টে জানিয়েছে, এদিনই অক্সিজেন এক্সপ্রেসে দিল্লিতে ২৮০ মেট্রিক টন অক্সিজেন পাঠানো হয়েছে। দিল্লিকে বেশি অক্সিজেন সরবরাহ করলে অন্য রাজ্যগুলি অক্সিজেনের বরাদ্দ থেকে বঞ্চিত হবে বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে কেন্দ্র।

কেন্দ্রের এই বক্তব্যের প্রেক্ষিতে এদিন সুপ্রিম কোর্টের অভিমত, কেন্দ্র রাজ্যগুলিকে অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে যে ফর্মুলা নিয়েছে তাতে দিল্লিকে অবমূল্যায়ন করা হয়েছে। এই ফর্মুলা পাল্টাতে কেন্দ্রকে এদিন নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট এদিন আরও বলেছে, বিষয়টি কেবল অক্সিজেন সরবরাহের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। বর্তমান পরিস্থিতিতে দরকার কোভিড পরিস্থিতি মোকাবিলায় সংক্রান্ত যথাযথ পরিকল্পনা। কারণ করোনার তৃতীয় দফার ঢেউ শিয়রে।

প্রসঙ্গত, করোনার দ্বিতীয় দফার ঢেউয়ের পর ভারতে আগামী দিনে হামলা চালাতে চলেছে করোনার তৃতীয় দফার ঢেউ। তৃতীয় দফার ঢেউ আরও ভয়াবহ হবে বলে পূর্বাভাস। কেন্দ্রীয় সরকারের শীর্ষ বিজ্ঞান উপদেষ্টা কে বিজয়রাঘবন জানিয়েছেন, করোনার তৃতীয় দফার ঢেউ মোকাবিলায় এখন থেকেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন।

সূত্র : এই মুহুর্তে

 

আরও পড়ুন ::

Back to top button