রাজ্য

ভাঙন অব্যাহত বিজেপিত, তৃণমূলে ফিরতে চান কাশেম আলি, কবিরুল ইসলামরা

ভাঙন অব্যাহত বিজেপিত, তৃণমূলে ফিরতে চান কাশেম আলি, কবিরুল ইসলামরা - West Bengal News 24

ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার হিড়িক পড়েছিল। কিন্তু ভোট মিটতেই উলটপূরাণ। একে একে বিজেপি ছেড়ে চলে আসছেন তৃণমূলে। এবার পালা কাশেম আলির। বিজেপির সংখ্যালঘু মোর্চার সহ সভাপতি ইতিমধ্যেই রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন। শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ কবিরুল ইসলামও একই সিদ্ধান্ত নিয়েছেন। দু’‌জনেই তৃণমূলে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন।

২০১৭ সালে গেরুয়া শিবিরে যোগ দেন কাশেম আলি। তাঁর অভিযোগ, বিজেপিতে থেকে তিনি সংখ্যালঘুদের জন্য কাজ করতে পারছেন না। শুভেন্দু ঘনিষ্ঠ কবিরুলের মুখেও একই কথা। তাঁদের দাবি আরও অনেকেই বিজেপি ছাড়তে চাইছেন। আবার গত ডিসেম্বরে বিজেপিতে যোগ দেওয়া পুরশুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক পারভেজ কাশেমও নাকি ফের তৃণমূলে যোগ দেওয়ার কথা ভাবছেন।

কাশেম, কবিরুল কিংবা পারভেজ ছাড়াও বিজেপিতে থাকা বহু সংখ্যালঘু নেতা-কর্মী দলবদল করতে পারেন বলেই খবর। তার ফলে বিজেপি শিবিরে বেশ বড়সড় ভাঙন ধরতে পারে বলেও মনে করা হচ্ছে। যদিও বিজেপি তাতে আমল দিতে নারাজ। এদিকে, বিজেপি ছেড়ে যাঁরা তৃণমূলে আসার ইচ্ছাপ্রকাশ করছেন, তাঁদের নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই দাবি কুণাল ঘোষের।

সূত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button