জাতীয়

করোনার প্রকোপ, বাতিল বোর্ড পরীক্ষা

করোনার প্রকোপ, বাতিল বোর্ড পরীক্ষা - West Bengal News 24

করোনা ভাইরাসে তছনছ হয়েছে দেশ। প্রতিদিন হাজার হাজার মানুষ যোগ দিচ্ছে মৃত্যু মিছিলে। করোনা মোকাবিলায় বিভিন্ন রাজ্যে চলছে কঠোর লকডাউন। এবার প্রাণঘাতী এই মহামারীর কারণে বাতিল হয়ে গেল সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা।

সিবিএসইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনাভাইরাস পরিস্থিতি ঘিরে অনিশ্চয়তা এবং সবপক্ষের আলোচনার ভিত্তিতে এবার দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়মের মধ্যে উপযুক্ত পদ্ধতি মেনে শিক্ষার্থীদের নাম্বার দেওয়া হবে। গত বছরের মতো এবারও যদি কোনও শিক্ষার্থী নিজেদের প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট না হয়, তাহলে পরীক্ষা দিতে পারবেন। পরিস্থিতি উপযুক্ত হলে সেই পরীক্ষা নেওয়া হবে।

এদিকে পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, ‘দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল হয়ে হওয়ায় আমি স্বস্তি পেয়েছি। ছেলেমেয়েদের স্বাস্থ্যের বিষয়ে আমরা সবাই অত্যন্ত উদ্বিগ্ন ছিলাম। বড়সড় স্বস্তি।’

আরও পড়ুন ::

Back to top button