রাজ্য

রাজ্যে বিধিনিষেধ ও জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে ক্যাবের ভাড়া বাড়ল ১৫ শতাংশ

রাজ্যে বিধিনিষেধ ও জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে ক্যাবের ভাড়া বাড়ল ১৫ শতাংশ - West Bengal News 24

জ্বালানির দাম হু হু করে বাড়ছে। আর সেই আবহেই বাড়ল অ্যাপ ক্যাবের ভাড়া। করোনা আবহে রাজ্যে এই মুহূর্তে কড়া বিধিনিষেধ চলছে। যে কারণে গণপরিবহন প্রায় সবই বন্ধ। চলছে শুধু অ্যাপ ক্যাব। কিছু না পেয়ে অগত্যা অ্যাপ ক্যাব বুক করতে গিয়েই চক্ষু চড়কগাছ। আগের থেকে অনেকটাই বেড়েছে ভাড়া।

উদাহরণস্বরূপ বলা যেতে পারে, টালিগঞ্জ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ভাড়া আগে ছিল ৩০০-৩৫০ টাকার আশেপাশে। এখন সেই ভাড়া বেড়ে হয়েছে ৪৫০ টাকা!

যেখানে আগে প্রতি কিলোমিটারে ১০ থেকে ১২ টাকা করে চার্জ নেওয়া হত, সেখানে এখন লাগবে ১৪ টাকা ৭০ পয়সা। তবে টাইম চার্জ কমিয়ে করা হয়েছে ১ টাকা। অর্থাত্‍ সবমিলিয়ে ভাড়া বাড়ল প্রায় ১৫ শতাংশ। যদিও বাস্তবে ভাড়া বৃদ্ধির হার আরও বেশি।

এদিকে পেট্রোল-ডিজেলের দাম রোজই চড়ছে‌। টানা বৃদ্ধির পর আজ আপাতত গতকালের দামের পরিবর্তন হয়নি। একদিকে জ্বালানির দাম বৃদ্ধি, অন্যদিকে রাজ্যে লকডাউনের জেরে সব গণপরিবহন বন্ধ থাকায় ক্যাবের চাহিদা বাড়ায় ভাড়া বাড়ছে। যার ফলে সমস্যায় সাধারণ যাত্রীরা।

সূত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button