স্বাস্থ্য

করোনা হলে সময়ের অনেক আগেই বাচ্চা হওয়ার আশঙ্কা বলছে গবেষণা

করোনা হলে সময়ের অনেক আগেই বাচ্চা হওয়ার আশঙ্কা বলছে গবেষণা - West Bengal News 24

অন্তঃসত্ত্বা মায়েরা মহামারি করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত হলে সময়ের অনেক আগেই জন্মাতে পারে সন্তান। সম্প্রতি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া (ইউসি) সান ফ্রান্সিসকো-র এক দল গবেষক এ কথা জানিয়েছেন।

তাদের গবেষণার ফলাফলে দেখা গেছে, অন্তঃসত্ত্বা অবস্থায় মায়ের কোভিড-১৯ হলে ৩২ সপ্তাহের আগে সন্তান জন্মানোর আশঙ্কা অন্তত ৬০ শতাংশ বেড়ে যায়। যার ফলে শিশুর স্বাস্থ্যে নানা রকম জটিলতা দেখা দিতে পারে।

চিকিৎসকদের মতে, সাধারণত ৩৭ থেকে ৪০ সপ্তাহের গর্ভাবস্থাকে স্বাভাবিক বলে ধরা হয়। তার আগে, অর্থাৎ ৩২ থেকে ৩৬ সপ্তাহের মধ্যে শিশুর জন্ম হলে, তাকে ‘প্রিটার্ম’ বা সময়ের আগে জন্ম বলা হয়। যদি তারও আগে শিশুর জন্ম হয়, সে ক্ষেত্রে এটিকে ‘ভেরি প্রিটার্ম বার্থ’ বলে।
গবেষকদের মতে, গর্ভাবস্থায় মায়ের করোনা হলে সব ক্ষেত্রেই সময়ের আগে সন্তান জন্মানোর আশঙ্কা বেড়ে যায়। পাশাপাশি মায়ের ডায়াবেটিস, হাইপারটেনশন, ওবেসিটি-র মতো সমস্যা থাকলে সে ক্ষেত্রে সময়ের আগে সন্তান জন্মের আশঙ্কা অন্তত ১৬০ শতাংশ বেশি।

এ সমস্ত ক্ষেত্রে শিশুর নানা শারীরিক জটিলতা দেখা দিতে পারে। পাশাপাশি হবু মায়েদের জন্যেও করোনা সংক্রমণ যথেষ্ট বিপজ্জনক। তাই টিকাকরণের মাধ্যমে অন্তঃসত্ত্বা মায়েদের ঝুঁকি কমানোর দিকেই নজর দিতে বলছেন তারা।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

আরও পড়ুন ::

Back to top button