রাজ্য

ওভারলোডিং ঠেকাতে আরও তত্‍পর নবান্ন, জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যসচিবের

ওভারলোডিং ঠেকাতে আরও তত্‍পর নবান্ন, জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যসচিবের - West Bengal News 24

রাস্তাঘাটে গাড়িতে ওভারলোডিং আটকাতে তত্‍পর নবান্ন (nabanna)। এদিন ওভারলোডিং (overloading) নিয়ে জেলাশাসকদের আরও এক দফা কড়া বার্তা দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। জেলার পুলিশ ও আরটিওদের প্রয়োজনে ব্যবস্থা নিতে বলা হয়েছে। জেলাশাসকদের বলা হয়েছে, ওভারলোডিং সংক্রান্ত সব তথ্য প্রত্যেকদিন রিপোর্ট আকারে পাঠাতে হবে পরিবহণ দফতরে। অনলাইনেই পাঠানো যাবে এই রিপোর্ট।

বর্ষায় ওভারলোডিং নিয়ে সমস্যা লেগেই আছে। এ প্রসঙ্গে রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম আগেও যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছিলেন, বর্ষায় রাস্তা খারাপ হচ্ছে, তার অন্যতম কারণ ওভারলোডিং। অবিলম্বে এটা বন্ধ করতে হবে। এর জন্য নজরদারি বাড়ানো ও প্রশাসনিক তত্‍পরতায় জোর দিতে হবে।

আরো পড়ুন : অনলাইন ক্লাসে শিক্ষিকাকে অশ্লীল মেসেজ, ছাত্রের বিরুদ্ধে নালিশ জানিয়ে সাসপেন্ড

বস্তুত, ওভারলোডিং নিয়ে তত্‍পর হয়ে এক ঢিলে দুই পাখি মারতে চাইছে সরকার। কারণ ওভারলোডিং-এর ফলে একদিকে রাস্তাঘাট খারাপ হয়। তা সারাতে সরকারের বাড়তি খরচ হয়। তাছাড়া, এর ফলে সরকারের প্রচুর রাজস্ব ক্ষতিও হয়ে থাকে। ওভারলোডিংকে নিশানা করে তাই একসঙ্গে দুই কাজ করে ফেলতে তত্‍পর সরকার।

সূত্র: দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button