জাতীয়

২০২৪ -সালের ভোটে মহাজোটের সম্ভাবনা উড়িয়ে দিলেন কেজরিওয়াল!

Arvind Kejriwal : ২০২৪ -সালের ভোটে মহাজোটের সম্ভাবনা উড়িয়ে দিলেন কেজরিওয়াল! - West Bengal News 24

দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল ২০২৪ সালের লোকসভা ভোটে মহাজোটের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। জোট যদি হয় তবে সেটা হবে মানুষের সঙ্গে এমনই জানিয়েছেন গতকাল রবিবার দিল্লিতে এক অনুষ্ঠানে তিনি।

কেজরিওয়াল আরো জানিয়েছেন, তার কোনো ধারণা নেই বহুদলীয় জোট কী সে সম্পর্কে।

তিনি বলেন, কী করে রাজনীতি করতে হয় আমি জানি না।

কেন কোনো একটি দলকে হারাতে ১০ বা তার বেশি দলের জোট তৈরি করতে হয় এটা আমি জানি না। হারাতে চাই না আমি কাউকেই। দেশ জিতুক এটা আমি চাই।

উল্লেখ্য, দেশের প্রেসিডেন্ট নির্বাচন হবে জুলাইয়ে। রাজনৈতিক মহলের একাংশ যথেষ্ট তাত্‍পর্যপূর্ণ বলেই মনে করছে তার আগে কেজরিওয়ালের এই মন্তব্যকে। কারণ লোকসভা ভোটের আগে বিরোধী জোটের সলতে পাকানো শুরু হয়েছে ওই নির্বাচনকে কেন্দ্র করে।

প্রেসিডেন্ট নির্বাচনে হার প্রায় নিশ্চিত জেনেও বিজেপির পাল্টা সর্বসম্মত জোট প্রার্থী দিতে চাইছে তৃণমূল-সহ একাধিক বিরোধী দল।

গত সপ্তাহেই দিল্লি গিয়েছিলেন রাজ্যের মু্খ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতার সঙ্গে দেখা করেন কেজরিওয়াল। তার সঙ্গে এ বিষয়ে কিছু কথাও হয়।

তার পর আম আদমি পার্টির প্রধানের এই মন্তব্য বিরোধী জোটের উদ্যোগকেই প্রশ্নের মুখে ফেলে দিল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও পড়ুন ::

Back to top button