টালিউডের জনপ্রিয় নায়ক যশ। সম্প্রতি তার জন্মদিনে ভালোবাসার বার্তা দিয়েছেন নায়িকা নুসরাত। তারা পরস্পরকে কী বলে সম্বোধন করে সেই সিক্রেট ফাঁস করেন নুসরাতের ইনস্টাগ্রাম পোস্টে। যশের জন্মদিনে ইনস্টাগ্রামে দুজনের ঘনিষ্ট একটি ছবি পোস্ট করেছেন নুসরাত। যেখানে দেখা যায় যশকে জাপটে ধরে আছেন নায়িকা।
দুজনের ব্যক্তিগত রসায়ন যে খুবই জমে উঠেছে এই ছবিটি তারই প্রমাণ। এই ছবির সঙ্গে নুসরতের বার্তা-‘শুভ জন্মদিন hon (honey) যশ দাশগুপ্ত, আনন্দে ভরে উঠুক জীবন। অনেক ভালোবাসা’। এমন ভালোবাসামাখা বার্তার জবাবে যশ লেখেন, ‘ধন্যবাদ hon (honey)’। সঙ্গে একটা লাল হৃদয়ের ইমোজি জুড়ে দেন যশ।
View this post on Instagram
এই পোস্টে স্বভাবতই স্পষ্ট ভালোবেসে একে অপরকে ‘hon’ বলে সম্বোধন করেন তাঁরা। যদিও অনেকেই ‘hon’ শব্দের অর্থ বুঝতে পারেননি, কেউ কেউ আবার সে নিয়ে ব্যাপক মজাও করেন। এ নিয়ে একজন লিখেছেন, ‘হন না বোন?’ আবার একজন লিখেছেন, ‘আচ্ছা হন মানে হনু নয় তো?’ এক নেটিজেন মজা করে লিখেছেন, ‘ওরা দুজনে কি হনহনিয়ে হাঁটে?’
প্রসঙ্গত, এই জুটিকে নিয়ে কৌতুহলের অন্ত নেই। গত বছর অগস্টে জননী হয়েছিলেন নুসরত জাহান। ছেলের জন্মের পর প্রথম পাবলিক অ্যাপিয়ারেন্সে নুসরত ইঙ্গিতে জানিয়েছিলেন যশই তাঁর সন্তানে বাবা। তবে ছেলের জন্মের শংসাপত্রেও দেখা যায় বাবার নামের জায়গায় লেখা রয়েছে দেবাশিস (যশ) দাশগুপ্তের নাম। এরপর নুসরাতের সাবেক স্বামী নিখিল সন্তানের পিতৃত্ব অস্বীকার করে নুসরাতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন।
এরপর থেকে যশের তত্ত্বাবধানে নুসরাতের সন্তান পৃথিবীর আলো দেখে। তার পরিচয়েই বড় হচ্ছে নুসরাতের ছেলে। প্রকাশ্যে বহুবার যশকে নিজের ‘স্বামী’ বলে সম্বোধন করেছেন নুসরত।