রাজনীতিরাজ্য

পঞ্চায়েতে বুথ দখল চলবে না : অভিষেক

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Abhishek Banerjee : পঞ্চায়েতে বুথ দখল চলবে না : অভিষেক - West Bengal News 24

রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আসন্ন। তবে পঞ্চায়েত ভোট তা হলে শেষ পর্যন্ত কখন হবে সে বিষয়ে সঠিক দিনক্ষণ এখনও পর্যন্ত জানা যায়নি ৷ তবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলেন, ‘‘সেটা রাজ্য নির্বাচন কমিশন ঠিক করবে৷ তবে কালকে যদি নির্বাচন হয় তৃণমূল তৈরি৷ আমাদের পঞ্চায়েত ভণ্ডুল করে ব্যালট বক্স পুকুরে ফেলতে হবে না৷ ’’

সম্প্রতি তৃণমূলের মঙ্গলকোটের বিধায়ক প্রকাশ্য সভায় বলেছেন, গতবার যে ভাবে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, এ বারও সেভাবেই হবে৷ সেই বক্তব্যের প্রতিক্রিয়ায় অভিষেক দাবি করেছেন, ‘‘আমি এখানে দাঁড়িয়ে বলছি হবে না৷ যত দম থাকুক, প্রয়োগ করে দেখাক, স্বচ্ছ ও অবাধ নির্বাচন হবে৷

সেই বার্তা মুখ্যমন্ত্রীর তরফ থেকে প্রশাসনকে দেওয়া হয়েছে৷ যদি কোথাও কোনও বিক্ষিপ্ত ঘটনা ঘটেও, তা হলে পুলিশ-প্রশাসন কড়া ব্যবস্থা নেবে৷ যদি কেউ ভাবে যে এলাকায় পঞ্চায়েত দখল করবে, তাহলে কোনও দল করতে পারবে না৷ কোনও দলের ক্ষমতা নেই৷’’ আত্মবিশ্বাসের সঙ্গে এমনটাই দাবি করেছেন অভিষেক।

এর পাশাপাশি নতুন তৃণমূল প্রসঙ্গে বলেন, ‘‘নতুন তৃণমূল মানে মানুষকে অগ্রাধিকার দেওয়া৷ নতুন তৃণমূল মানে আমার বয়স খুব অল্প, নতুন দলে এসেছি, মানে আমি নতুন তৃণমূল, এমনটা নয়৷ নতুন, পুরনো মিলিয়ে থাকা তৃণমূল৷ নতুন তৃণমূল মানে সেই দল, মানুষকে অগ্রাধিকার দিয়ে যে মাঠে ময়দানে লড়বে, সেটাই নতুন তৃণমূল৷

সেই লক্ষ্যেই অবিচল থেকে এগিয়ে যাওয়া৷’ সেই সঙ্গে তিনিও মনে করিয়ে দেন, “শেষ চারমাসের ঘটনা যদি দেখেন, তা হলে দেখবেন, অভিযোগের সত্যতা প্রমাণ হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে৷ তৃণমূল দল যদি মহাসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, তা হলে আর কী৷’’

আরও পড়ুন ::

Back to top button