রাজনীতিরাজ্য

মমতার পায়ে হাত দিয়ে প্রণাম শুভেন্দুর! কুশল জানতে চাইলেন মুখ্যমন্ত্রীও

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

মমতার পায়ে হাত দিয়ে প্রণাম শুভেন্দুর! কুশল জানতে চাইলেন মুখ্যমন্ত্রীও

রাজনৈতিক ময়দানে একে অপরকে কোনঠাসা করতে গিয়ে মাঝেমধ্যেই সৌজন্যবোধ বা শালিনতা হারিয়ে ফেলেন নেতৃত্বরা। তবে শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে বিরোধী দলনেতার আগমণ পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে নতুন আলো দেখাল তা বলাই বাহুল্য ৷

রাজনীতির ময়দানে প্রকাশ্যে তাঁরা পরস্পরকে তীব্র আক্রমণ করেন। কিন্ত এ দিন মুখোমুখি সাক্ষাতে পরস্পরের প্রতি সৌজন্য এবং সম্মানের কোনও ঘাটতি ছিল না বলেই সূত্রের খবর৷

জানা গিয়েছে, ঘরে ঢুকতেই শুভেন্দুকে দেখে মুখ্যমন্ত্রী বলেন, ‘কেমন আছিস?’ জবাবে শুভেন্দু বলেন, ‘ভাল আছি৷’ এর পরেই মমতার পায়ে হাত দিয়ে প্রণাম করেন শুভেন্দু৷ তাঁর বাবা শিশির অধিকারীরও কুশল সংবাদ নেন মমতা৷ শুধু শুভেন্দুই নয়, মুখ্যমন্ত্রীকে প্রণাম করেন অগ্নিমিত্রা পলও৷

এদিকে শুভেন্দু – মমতা সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয় গুঞ্জন। তারই মাঝে বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের বৈঠক ডাকেন শুভেন্দু। সেখানে সাক্ষাতের ব্যাপারে বিধায়কদের সাবধানে মুখ খুলতে পরামর্শ দেন তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, নিছক সৌজন্য। এর মধ্যে অন্য কিছু নেই। অন্যদিকে মমতা বলেন, সৌজন্য সাক্ষাতের জন্য ডেকেছিলাম।

আরও পড়ুন ::

Back to top button