কলকাতা

জানুয়ারীর মাঝামাঝিতেই বিদায়ঘণ্টা শীতের, পূর্বাভাষ আলিপুর আবহাওয়া দপ্তরের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

West Bengal Weather Update : জানুয়ারীর মাঝামাঝিতেই বিদায়ঘণ্টা শীতের, পূর্বাভাষ আলিপুর আবহাওয়া দপ্তরের - West Bengal News 24

জানুয়ারীর মাঝামাঝিতেই বিদায়ঘণ্টা শীতের , পূর্বাভাষ আলিপুর আবহাওয়া দপ্তরের। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী চার-পাঁচ দিন শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তাপমাত্রা সামান্য বাড়বে উত্তরবঙ্গে (North Bengal) , সকালে থাকবে হালকা কুয়াশা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নামতে পারে পারদ , ফিরতে পারে শীতের আমেজ।

উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন একইরকম আবহাওয়া থাকতে পারে।‌ ২৪ ঘণ্টা পর তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা।‌ কলকাতায় সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও দিনভর পরিষ্কার আকাশই থাকবে৷ দক্ষিণবঙ্গে (South Bengal) আগামী ৪৮ ঘণ্টায় একইরকম থাকবে তাপমাত্রা।‌ সামান্য ওঠানামা করতে পারে রাতের তাপমাত্রা। রবি ও সোমবার ফের নামবে পারদ। তাপমাত্রা অনেকটাই নেমে যাবে আগামী বৃহস্পতি ও শুক্রবার।

পরপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আটকে গিয়েছে উত্তুরে হাওয়া বঙ্গোপসাগরে (Bay Of Bengal) বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবেই রাজ্যে উষ্ণতার ছোঁয়া রয়েছে। শুক্রবার রাতেই পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে (North West India)। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ১ ফেব্রুয়ারি। অন্যদিকে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হচ্ছে।

উত্তর-পশ্চিম ভারতে আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা কমবে তিন থেকে পাঁচ ডিগ্রি৷ রবি ও সোমবার তাপমাত্রা ফের বাড়বে। আগামী ২৪ ঘণ্টায় পঞ্জাব ও রাজস্থানে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার দাপট থাকবে পঞ্জাব চন্ডিগড় এবং হরিয়ানা সহ দিল্লি একাংশে। রাজস্থানে (Rajasthan) শিলাবৃষ্টি হতে পারে শনিবার থেকে সোমবারের মধ্যে।

আরও পড়ুন ::

Back to top button