খোদ মধ্যশিক্ষা পর্ষদের জারি করা বিজ্ঞপ্তিতে ভুলে ভরা বানান, প্রশ্ন তুলেছেন বিভিন্ন শিক্ষক সংগঠন
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
পর্ষদের (Maddha Sikkha Parshad) সেই বিজ্ঞপ্তিতে নজরে এল চারটি বানান ভুল। এই ভুল সামনে আসতেই উঠতে শুরু করেছে প্রশ্ন। উল্লেখ্য , মধ্যশিক্ষা পর্ষদ (Maddha Sikkha Parshad) রবিবার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির সমস্ত কর্মীকে ২০ এবং ২১ ফেব্রুয়ারি এই দু’দিন কর্মক্ষেত্রে উপস্থিত থাকতে হবে বলে জানিয়ে দিয়েছে।
রবিবার রাতে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত মোট চার জায়গায় ইংরেজি বানানে ভুল রয়েছে। প্রথমে নজরে আসবে ‘Remain’ বানানটি ভুল রয়েছে তার জায়গায় লেখা হয়েছে ‘Reamin’। দ্বিতীয়টি ‘Pariksha’-এর জায়গায় লেখা হয়েছে ‘Parisha’। তৃতীয় এবং চতুর্থটি ‘Deputy’-র জায়গায় লেখা হয়েছে ‘Deputu’। শেষ ভুল বানানটির উপর পর্ষদের উপসচিবের সই রয়েছে। তাঁর নজর থেকেও এই ভুল কী ভাবে এড়িয়ে গেল , উঠছে প্রশ্ন।
ভুলে ভরা বিজ্ঞপ্তি দেখে প্রশ্ন তুলতে শুরু করেছে বিভিন্ন শিক্ষক সংগঠন। তাদের প্রশ্ন, যাঁদের হাতে লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ তাঁদের এই রকম ভুল হল কী ভাবে। যদিও পর্ষদের (Maddha Sikkha Parshad) তরফ থেকে এই নিয়ে কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি।