Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিরাজ্য

“জোঁকের মুখে নুন কেমন করে দিতে হয় তা আমরা মেদিনীপুরের পান্তাখাওয়া লোকেরা জানি”, তৃণমূলকে কটাক্ষ শুভেন্দুর

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Suvendu Adhikari : “জোঁকের মুখে নুন কেমন করে দিতে হয় তা আমরা মেদিনীপুরের পান্তাখাওয়া লোকেরা জানি”, তৃণমূলকে কটাক্ষ শুভেন্দুর - West Bengal News 24
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) থেকে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় সভা থেকে একাধিক ইস্যুতে রাজ্যের শাসকদলকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা। আক্রমণাত্মক সুরে শুভেন্দুর (Suvendu Adhikari)দাবি, ‘জোঁকের মুখে নুন কেমন করে দিতে হয় তা আমরা মেদিনীপুরের পান্তাখাওয়া লোকেরা জানি। এনেছিও আমরা , সরাবও আমরা। অনেক প্রতিকূলতার মধ্যে লড়ে আমরা এই সভা করছি আজ৷ গত বছর ও এ বছর চার জন আলু চাষি আত্মহত্যা করেছেন।’

এদিন কৃষকদের হয়ে সওয়াল করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, ‘আমাদের এই কর্মসূচি কৃষকদের জন্য। এই এলাকায় আলু চাষ সবচেয়ে বেশি হয়। কিন্তু নিম্নমানের আলু বীজ, ব্ল্যাক করে সার কেনা। আলু চাষিরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন। বিধানসভায় আমি এই বিষয়ে সরব হয়েছিলাম।

মুখ্যমন্ত্রী একটা সভা করেন ৫ কোটি টাকা করে খরচ হয়। চার হাজার স্কুলের বাচ্চাকে নিয়ে এসেছেন আজ। কন্যাশ্রী আর সাইকেল দেবেন বলে৷ খেলা আর মেলায় এত টাকা দেন, এখন আলু চাষিদের কেন সাপোর্ট করবেন না ? উনি ভাইপো ছাড়া কাউকে চেনেন না৷ উনি পরিবারবাদ স্থাপন করেছেন এই রাজ্যে। চাকরি বিক্রি হয়েছে। আপনি কেন কৃষকের পাশে দাঁড়াবেন না?’

শুভেন্দুর (Suvendu Adhikari) দাবি, ‘আপনাদের থেকে কঠিন ছিল সিপিএম। ওদের সরিয়ে দিয়ে গিয়েছি আমি। আমি তো ২০১০ সালে এখানে পুর ভোটের প্রচার করেছিলাম। আমি এখানে লড়েছি। ২০১৯ সালে বিজেপি ১৮ আসন পাওয়ার পর মাতব্বরগুলো ঘরে ঢুকে গিয়েছিল।

আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল , মমতাকে (MamataBanerjee) হারানোর। আমি পেরেছি। এর পরের কাজ মমতা বন্দ্যোপাধ্যায়কে (MamataBanerjee) প্রাক্তন করার। চোর চোর ভাগাও। তৃণমূল কংগ্রেসকে দেখলেই চোর বলবেন। হাটে, বাজারে, তৃণমূল কংগ্রেস মানেই চোর। আজকে যেটা দেখালাম সেটা ট্রেলার। আগামীদিনে আবার দেখাব।’

আরও পড়ুন ::

Back to top button