রেললাইনে দেখভালের কাজ চলাকালীন জনশতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় গ্যাং ম্যানের মৃত্যু
স্বপ্নীল মজুমদার
রেল লাইন দেখভালের কাজ করার সময় হাওড়া-বড়বিল জনশতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় রেলের এক গ্যাং ম্যানের মৃত্যু হল।
শনিবার সকালে ঝাড়গ্রাম ও সরডিহার মাঝে লালগেড়িয়া এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃত ব্রজ মাহাতোর (৫৯) বাড়ি ঝাড়গ্রাম থানার হদহদি গ্রামে।
রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর-টাটা শাখার ওই এলাকায় আপ লাইনে রেল ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন ব্রজ সহ জনা দশেক রেলওয়ে গ্যাং ম্যান।
সকাল সাড়ে ৮টা নাগাদ হাওড়া থেকে বড়বিলগামী জনশতাব্দী এক্সপ্রেস ওই লাইনে চলে আসায় গ্যাং ম্যানরা লাইন থেকে সরে যান। কিন্তু ব্রজ সরতে ব্যর্থ হন। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রেনটি ১৩০ কিমি গতিবেগে ছিল। ব্রজর দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন খড়্গপুরের ডিআরএম মোহাম্মদ সুজাত হাসমি। তিনি ব্রজর ছেলে অরুণ মাহাতোকে বাবার মৃত্যুকালীন ক্ষতিপূরণ ও তাকে চাকরি দেওয়ার আশ্বাস দেন।