রাজ্য

রাজ্যে বাজল পঞ্চায়েতের দামামা, নির্ঘণ্ট প্রকাশ রাজ্য মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

রাজ্যে বাজল পঞ্চায়েতের দামামা, নির্ঘণ্ট প্রকাশ রাজ্য মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার

রাজ্যে বাজল পঞ্চায়েত ভোটের দামামা। এদিন সাংবাদিক বৈঠক করে পূর্ণাঙ্গ নির্ঘণ্ট প্রকাশ করেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা (Rajeev Sinha) । তিনি বলেন, আগামী জুলাই মাসের ৮ তারিখ রাজ্যের পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)।

গোটা রাজ্যে ১ দফাতেই হবে ভোট। রাজীব সিনহা বলেন, ‘আগামীকাল থেকে শুরু মনোনয়ন পর্ব। ১৫ জুন পর্যন্ত চলবে মনোনয়ন পর্ব। মনোনয়ন পত্রের স্ক্রটিনি ১৭ তারিখ।’

পঞ্চায়েত ভোটের (Panchayet Election) নিরাপত্তা নিয়ে স্পষ্ট কিছু উত্তর দেননি রাজীব সিনহা। কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘রাজ্য পুলিশের উপরেই আস্থা রাখা উচিত।’ তিনি আরও জানান, ‘সম্ভবত ১১ জুলাই গণনার সম্ভাবনা।’

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা (Rajeev Sinha) জানান, ‘আজকের প্রেস কনফারেন্সের পরেই ৮টার আগে, রাত ১০ টার পর কোনও প্রচার হবে না। রাজীব সিনহা বলেন, গোটা রাজ্যে এক দফাতেই ভোট হবে। আজ থেকে লাগু হচ্ছে নির্বাচনী আচরণবিধি।

আরও পড়ুন ::

Back to top button