ঝাড়গ্রাম

‘ভুয়ো মাওবাদী’ পোস্টারে তৃণমূলকে হুমকি

স্বপ্নীল মজুমদার

‘ভুয়ো মাওবাদী’ পোস্টারে তৃণমূলকে হুমকি - West Bengal News 24

ফের জঙ্গলমহলকে অশান্ত করার হুমকি দিয়ে মাওবাদীদের নামে পোস্টার পাওয়া গেল।

মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার জামবনি থানার চিল্কিগড় মন্দির মোড়ে একটি বাস যাত্রী প্রতীক্ষালয়ে পোস্টার গুলি পাওয়া যায়।

সাদা কাগজে লাল কালি দিয়ে সিপিআই মাওবাদীর নামাঙ্কিত পোস্টার গুলিতে তৃণমূলকে হুমকি দেওয়া হয়েছে। শাসকদলের একাধিক দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে।

পোস্টার গুলিতে লেখা রয়েছে, এবার বিদায় নিতে হবে টিএমসিকে। আবার ২০১০-১১ সালকে ফিরে পেতে চাই। টিএমসির দাদা বা দিদি এবার হুঁশিয়ার। খবর পেয়ে জামবনি থানার পুলিশ গিয়ে পোস্টার গুলি উদ্ধার করে নিয়ে যায়।

জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলেন, ‘‘এগুলি ভুয়ো পোস্টার। কেউ বা কারা স্থানীয় সমস্যা নিয়ে ওই পোস্টার দিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’’

জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু বলেন, ভোট এলে বিরোধীরা মাওবাদীদের নাম করে এসব ভুয়ো পোস্টার দেয়।

এই পোস্টার দিয়ে জঙ্গলমহলের মানুষকে আর ভয় দেখানো যাবে না। শান্তির ভোট হবে জঙ্গলমহলে। মানুষ তৃণমূলকেই সমর্থন করবেন।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য