নজরে উত্তরের চা বলয় – পঞ্চায়েতের প্রচারে কি বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের? মুখিয়ে সকলেই
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
চা শ্রমিকদের সম্মেলনে সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় – যা থেকে স্পষ্ট তৃণমূলের নজরে উত্তরবঙ্গের চা বলয়। গত জুলাই মাসেই তিনি সভা করেছিলেন ধূপগুড়িতে। গত ১০ সেপ্টেম্বর মালবাজার ন্যাশনাল ক্লাব ময়দানে হয় প্রকাশ্য সমাবেশ। সমাবেশের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
সেখান থেকেই বন্ধ চা–বাগান খোলা, অবসরপ্রাপ্ত চা শ্রমিকদের সামাজিক সুরক্ষা খাতে অসম ও বাংলার জন্য কেন্দ্রের বরাদ্দ টাকা না পাওয়া, শ্রমিকদের পিএফ এবং আধার সংযোগের জন্য পরিকাঠামোর অভাব–সহ নানা বিষয়ে অভিষেক সরব হয়েছিলেন তিনি।
মালবাজারে চা-বাগানের শ্রমিকদের নিয়ে তিনি সভা করে গিয়েছেন। পঞ্চায়েত ভোটের আগে এবার সভা করবেন আজ তৃণমূল কংগ্রেস চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
পঞ্চায়েত ভোটের আগে আজকের জলপাইগুড়ি জেলা সফর জেলা তৃণমূল কংগ্রেস ভোট প্রচারের প্রস্তুতি হলেও অনেকেই বলছেন আসলে লোকসভা ভোটের প্রস্তুতি চা-বলয়ে শুরু করে দিল বাংলার শাসক দল। তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সূত্রে খবর, দলের শ্রমিক সংগঠনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস আগামী দিনে ফের চা শ্রমিকদের সমাবেশ করবেন।
উত্তরবঙ্গের চা–বলয়ে বিজেপির শক্তি রয়েছে মূলত শ্রমিকদের মধ্যে সংগঠনকে ঘিরেই। তাই নতুনভাবে গঠিত তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) চা বাগান শ্রমিক ইউনিয়নের ব্যানারে গত ১০ সেপ্টেম্বর জলপাইগুড়িতে সমাবেশ করার টার্গেট নিয়েছিলেন। সেখানেই তিনি চা-শ্রমিকদের জন্য নানা ইস্যুকে তুলে ধরেছিলেন। প্রশাসনিক সভাতে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় চা বাগানের শ্রমিকদের জন্য নানা রকম পরিকল্পনা গ্রহণ করেছিলেন ৷ সেই কাজও চলছে।
আলিপুরদুয়ার, দার্জিলিং এবং জলপাইগুড়ির মোট ১৬৬টি চা বাগানে গেট মিটিং শুরু হয়েছে। রাজ্য নেতৃত্বকে এখানে বিনা নোটিসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রমিকদের স্বার্থে লাগাতার গেট মিটিং কর্মসূচি চালাতে বলা হয়েছে। গত ৯ সেপ্টেম্বর জলপাইগুড়ির মালবাজারে চা–বাগান সংগঠনের সম্মেলন হয়। সেখানেও চা-শ্রমিকদের জন্য নানা সুবিধার কথা বলেছিলেন।