লক্ষ্য স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি, বাংলায় এবার ‘ডায়াল ১০৮ অ্যাম্বুল্যান্স!
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
কিছুদিন আগে যখন ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ তছনছ করে দিয়েছিল গুজরাট উপকূল, তখন সেখানে হাজারও দুর্গতের প্রাণ বাঁচিয়ে ‘হিরো’ হয়ে ওঠে ‘ডায়াল ১০৮ অ্যাম্বুল্যান্স সার্ভিস’। ওই একই পরিষেবার দৌলতে তামিলনাড়ুতে ফি বছর অন্তত ২০০ শিশু ভূমিষ্ঠ হয় অ্যাম্বুল্যান্সে। সরকারি হিসেব মতো দেশ জুড়ে গত দেড় দশকে প্রায় ১৫ লক্ষ প্রাণ বাঁচিয়েছে এই পরিষেবা। এবার এটি চালু হতে চলেছে বাংলায়। পশ্চিমবঙ্গে এই পরিষেবা দেওয়ার লক্ষ্যে, বেসরকারি পার্টনার বাছাই করার জন্য ডাকা হয়েছে টেন্ডার।
২০০৫ এর ১৫ অগাস্ট দেশের মধ্যে অন্ধ্রপ্রদেশে প্রথম চালু হয় ডায়াল ১০৮ পরিষেবা। বর্তমানে দেশের অন্তত ২০ টি রাজ্যে পিপিপি মডেলে চালু এই পরিষেবা। দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ পেরিয়েছে ১৪ জুন। এখন স্বাস্থ্য ভবনে (Swastha Bhavan) চলছে দরপত্র নিয়ে কাটাছেঁড়া। স্বাস্থ্য কর্তাদের আশা, সাপে কাটা থেকে শুরু করে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো আপৎকালীন পরিস্থিতি কিংবা ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগের সময়ে বহু প্রাণ বাঁচবে প্রস্তাবিত এই পরিষেবার কল্যাণে।
অন্ধ্রপ্রদেশে চালু হওয়ার পর ২০০৭ সাল নাগাদ মধ্যপ্রদেশ ও তার পর একের পর এক রাজ্যে ডায়াল ১০৮ পরিষেবা চালু হয় তৎকালীন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী অম্বুমণি রামাদোসের উদ্যোগে। পরবর্তী সময়ে গুজরাত, অসম, ছত্তিসগড় গোয়া, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরল, মহারাষ্ট্র, মেঘালয়, ওডিশা, পাঞ্জাব, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, তেলঙ্গানা, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের মতো রাজ্যগুলির পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ-তে চালু হয় ডায়াল ১০৮ পরিষেবা।