ক্রিকেট
লজ্জাজনক! যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনাকে এই ভাষাতে নিন্দা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
লজ্জাজনক! যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনাকে এই ভাষাতে নিন্দা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন তাঁকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘‘এটা লজ্জার!’’
সৌরভ বলেন, ‘‘এগুলো পড়াশোনা করার জায়গা৷ এখানে বাচ্চারা পড়তে আসে৷ সেটাই ফোকাস হওয়া উচিত৷ ’’ ব়্যাগিং-এর প্রসঙ্গ তুললে তিনি বলেন, ‘‘কড়া আইন দরকার৷ এই ধরনের ঘটনা নিয়ন্ত্রণ করার জন্য কড়া আইন থাকা দরকার৷ কড়া আইন থাকতেই হবে৷’’
এদিন পার্ক স্ট্রিটের একটি নামী হোটেলে আয়োজিত একটি ব্র্যান্ডের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট৷ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী কমিটির রিপোর্টে ইতিমধ্যেই ব়্যাগিং তত্ত্ব উঠে এসেছে৷ বিবস্ত্র অবস্থাতেই যে ওই ছাত্রকে উদ্ধার করা হয়েছিল, তারও উল্লেখ রয়েছে ওই রিপোর্টে৷