ঝাড়গ্রাম

ঝাড়গ্রামে সায়েন্স ট্যালেন্ট সার্চ পরীক্ষায় সফল তিন ছাত্রকে আর্থিক পুরস্কার

স্বপ্নীল মজুমদার

ঝাড়গ্রামে সায়েন্স ট্যালেন্ট সার্চ পরীক্ষায় সফল তিন ছাত্রকে আর্থিক পুরস্কার

স্বরূপ দে ও তাপস ঘোষ স্মৃতি বিজ্ঞান মেধা অন্বেষণ পরীক্ষায় সফল তিন পড়ুয়াকে আর্থিক পুরস্কার দেওয়া হল। বুধবার ঝাড়গ্রাম শহরের আইএমএ ভবনে তিন কৃতীর হাতে ট্রফি, শংসাপত্র ও আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়।

পরীক্ষায় প্রথম স্থানাধিকারী শহরের কুমুদকুমারী ইনস্টিটিউশনের দশম শ্রেণীর ছাত্র সোহম মণ্ডলকে ২০ হাজার টাকা আর্থিক পুরস্কার দেওয়া হয়। দ্বিতীয় স্থানাধিকারী গোপীবল্লভপুরের নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠের দশম শ্রেণির পড়ুয়া সুমন বেরাকে ১৫ হাজার টাকা ও তৃতীয় স্থানাধিকারী রোহিণী রুক্মিনীদেবী বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রূপম রাউলকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।

ঝাড়গ্রামে সায়েন্স ট্যালেন্ট সার্চ পরীক্ষায় সফল তিন ছাত্রকে আর্থিক পুরস্কার

উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ((সদর) কল্যাণ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) উত্তম ঘোষ, মহকুমা শাসক বাবুলাল মাহাতো, জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) শক্তিভূষণ গঙ্গোপাধ্যায়, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুমন সাউ, পুরপ্রধান কবিতা ঘোষ, শিক্ষাব্রতী মৃন্ময় হোতা, বিশ্বজিৎ সেনগুপ্ত, দেবলীনা দাশগুপ্ত প্রমুখ।

করোনা কালে প্রয়াত প্রয়াত দুই সমাজসেবী স্বরূপ দে ও তাপস ঘোষের স্মৃতিতে গত ১৪ অক্টোবর ঝাড়গ্রাম জেলার বিভিন্ন স্কুলের দশম শ্রেণির পড়ুয়াদের নিয়ে ওই সায়েন্স ট্যালেন্ট সার্চ পরীক্ষা হয়। জেলার ৫৫টি স্কুলের ২৬০ জন ছাত্রছাত্রী ওই পরীক্ষা দেয়।

পরীক্ষার আয়োজক ইন্দ্রনীল ঘোষ জানান, দ্বিতীয় স্থানাধিকারী সুমন বেরার বাবা ক্যান্সারে আক্রান্ত। মুম্বইয়ে তাঁর চিকিৎসা চলছে। ওই বিষয়টি মাথায় রেখে ওই ছাত্রকে বিশেষ ভাবে সাহায্য করা হবে। ইন্দ্রনীল জানান, আগামী বছর থেকে ব্লক ভিত্তিক বিজ্ঞান মেধা অন্বেষণ পরীক্ষা নেওয়া হবে।

আরও পড়ুন ::

Back to top button