টলিউড

মুম্বইগামী বিমানে অন্যরকম অভিজ্ঞতার সাক্ষী টলি অভিনেত্রী শ্রীলেখা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Sreelekha Mitra : মুম্বইগামী বিমানে অন্যরকম অভিজ্ঞতার সাক্ষী টলি অভিনেত্রী শ্রীলেখা - West Bengal News 24

বিমানকর্মী, যেমন বিমান সেবিকা , ক্রু মেম্বারস্ , পাইলটদের প্রতিনিয়তই সেলেব্রিটিদের সঙ্গে সাক্ষাৎ ঘটে। কখনও রাজনীতিক, কখনও খেলোয়াড়, তো কখনও সিনেমার তারকা।

মুম্বইয়ের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়েছেন টলি অভিনেত্রী শ্রীলেখা মিত্র। শনিবারই তিনি পৌঁছেছেন টিনসেল টাউনে। বিমানে তাঁর বিরল অভিজ্ঞতার কথা শেয়ার করে নিয়েছেন নেটিজ়েনদের সঙ্গে। কী সেই অভিজ্ঞতা ?

বিমানের সেবিকারা ছিলেন ফ্লোরিয়ানা, ইশিকা, সাইনি এবং নিশিতা। ক্যাপশনে লিখেছেন, “আমার মুম্বইগামী বিমানে একটি মিষ্টি বাঙালি মেয়ের সঙ্গে আলাপ হয়েছিল। সেই মেয়েটির নাম সাইনি। তিনি এবং তাঁর বান্ধবীরা আমাকে একটি উপহার দিয়েছেন, সঙ্গে কিছু গুডিও। বিমানে এই প্রথম এমন কিছুর অভিজ্ঞতা হল। এই উপহার আমি যত্ন সহকারে রেখে দেব। আমি অল্পেতেই খুশি হয়ে যাই। ধন্যবাদ…”

শ্রীলেখার সান্নিধ্য পেয়ে তাঁরা এতটাই আপ্লুত যে, বিমান মুম্বইয়ের মাটি ছোঁয়ার ঠিক আগে অভিনেত্রীর কাছে একটি বার্তা পৌঁছেছেন তাঁরা। শ্রীলেখাকে উদ্দেশ্য করে একটি টিস্যু পেপারে লিখেছেন কিছু কথা। সাইনি, ফ্লোরিয়ানারা লিখেছেন, “আমাদের বিমানে আপনাকে আমরা পেয়ে ভীষণই আনন্দিত। আবার যেন শীঘ্রই আপনার দেখা পাই।” চিঠির শেষে তাঁদের নাম লিখে ফ্লাইটের নম্বরও লিখেছেন চার বিমান সেবিকা।

আরও পড়ুন ::

Back to top button