ক্রিকেট

ফাইনালের আগের দিন অন্য মেজাজে ভারতীয় হেড কোচ রাহুল দ্রাবিড়

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ফাইনালের আগের দিন অন্য মেজাজে ভারতীয় হেড কোচ রাহুল দ্রাবিড়

সিনিয়র দলের কোনও ক্রিকেটারের পারফরম্যান্স খারাপ হলে তাঁকে পাঠানো হত বেঙ্গালুরুতে এনসিএতে রাহুল দ্রাবিড়ের ক্লাসে। বদলে যাওয়া এক ক্রিকেটার ফেরত পেত জাতীয় দল। তবে এবার বিশ্বকাপ ফাইনালের আগে দলের প্র্যাকটিসে দলের হেড কোচ রাহুল দ্রাবিড়।

সঙ্গী ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। পিচে হাত দেননি। চোখের দেখায় পরিস্থিতি বোঝার চেষ্টা। পপিং ক্রিজে দাঁড়িয়ে শ্যাডো প্র্যাক্টিসে রাহুল দ্রাবিড়। ফাইনালের আগের দিন ভারতীয় দলের হেড কোচকে দেখা গেল নিজের পুরানো মেজাজে। রবিবার কোচ দ্রাবিড় এবং খেলোয়াড় দ্রাবিড়, দু-জনের কাছেই যেন ফাইনাল। ফিরে যেতে হবে ২০ বছর আগে!

২০০৭ বিশ্বকাপে রাহুল দ্রাবিড় ছিলেন ক্যাপ্টেন। সেই বিশ্বকাপেও ভারতের ছিল হতাশার পারফরম্যান্স। তবে ২০০৩ বিশ্বকাপ যেন বেশি কষ্ট দেয়। ফাইনালে পৌঁছেও অস্ট্রেলিয়ার কাছে হার। এবারও ফাইনালে অস্ট্রেলিয়া। তবে এবার প্লেয়ার হিসেবে নয় , এর বাইরে থেকে দলকে অপারেট করবেন রাহুল দ্রাবিড়।

আরও পড়ুন ::

Back to top button