বিচিত্রতা

এ কেমন উৎসব!

এ কেমন উৎসব!

হঠাৎ করে রাস্তায় বের হওয়ার পর যদি দেখেন আপনার দিকে ছুটে আসছে একদল মানুষখেকো! ভয় পাবেন? ভয় তো পাবেনই। মনে হবে যেন ঠিক দুঃস্বপ্নের মতো। কিন্তু ভয় পেয়েই বা লাভ কী? ‘মানুষখেকোদের’ হাত থেকে তো বাঁচার কোনো পথ নেই। তবে কী করবেন?

এ কেমন উৎসব!

নাহ, আসলে ভয় পাওয়ার কিছু নেই এমন পরিস্থিতিতে। অন্তত আপনি যদি থাকেন সুইডেনে। এমন মানুষখেকো সেজে রাস্তায় নেমে আসাই ওদের উৎসব। ভাবতে অবাক লাগলেও এ-ই সত্য।

এ কেমন উৎসব!

প্রতি বছর মানুষ খেকোদের সাজে সজ্জিত হয়ে রাস্তায় নেমে নাচ গান করে সুইডেনের মানুষ। একে তারা বলে ‘ডে অব দ্য ডেড’ বা মৃতদের দিবস। এই দিনে রাস্তায় ছেলেমেয়ে, নারী-পুরুষ সবাই অদ্ভূত সাজে রাস্তায় নেমে আসে।

এ কেমন উৎসব!

কারো মুখের অর্ধেক পোড়া, কারো মুখে রক্ত, কারো চোখ নেই। এই একই ধরনের অনুষ্ঠান প্রচলিত আছে যুক্তরাষ্ট্র ও কানাডায়ও।

আরও পড়ুন ::

Back to top button