জোকস

সবজির দাম বাড়ার এক হালি কারণ

সবজির দাম বাড়ার এক হালি কারণ

দেশে সবজির দাম আকাশছোঁয়া। কেন সবজির এত দাম? এর এক হালি কারণ খুঁজে বের করেছেন এই ‘অনুসন্ধানী’ রম্যলেখক।

বলা হয়ে থাকে, বাঙালির হাত তিনটি। ডানহাত, বামহাত আর অজুহাত। এই শেষের ‘হাত’ দেখিয়েই ব্যবসায়ীরা সবজির দাম বাড়িয়েছেন। কেন সবজির দাম বাড়ল, এমন প্রশ্নে ব্যবসায়ীরা কিন্তু অজুহাতই দেখাচ্ছেন।

সৌন্দর্যচর্চায় গাজর, শসা, টমেটোসহ বিভিন্ন ধরনের সবজি নিয়মিত ব্যবহার করা হচ্ছে। খাওয়ার সবজি রূপের কাজে ব্যবহার করলে দাম তো বৃদ্ধি পাবেই।

অর্থনীতির ভাষায়, চাহিদা বাড়লে দামও বাড়ে। দেশের মানুষ বর্তমানে স্বাস্থ্য ভালো রাখতে সবজি খাওয়ার প্রতি মনোযোগী। ফলে সবজির চাহিদা বেড়েছে। অর্থনীতির সূত্র মেনে সবজির দামও তাই বেড়েছে।

কর্তাব্যক্তিদের ভাষায়, দেশের মানুষের অভাব-অনটন কমেছে, মানুষের হাতে যথেষ্ট টাকা আছে। এর যৌক্তিকতা প্রমাণ করতেই সবজির দাম বেড়েছে। মানুষ উচ্চদরে সবজি কিনছে, তার মানে মানুষের কাছে নিশ্চয়ই টাকা-পয়সা আছে।

আরও পড়ুন ::

Back to top button