Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রযুক্তি

জুম ও গুগল মিটের মাথায় হাত! আসছে নতুন ‘মিটিং অ্যাপ’ থাকছে অকল্পনীয় সুবিধা

জুম ও গুগল মিটের মাথায় হাত! আসছে নতুন ‘মিটিং অ্যাপ’ থাকছে অকল্পনীয় সুবিধা

করোনা পরিস্থিতির মাঝে মিটিং ,ক্লাস অথবা ডেটিং সবই এখন হচ্ছে অনালাইনে। করোনা কালে ঘরে অবোধ থেকেই বিভিন্ন মিটিং -এ স্বশরীরে উপস্থিত হওয়ার সুবিধা থাকায় জনপ্রিয় হয়ে উঠেছে বিভিন্ন ভিডিও কলিং অ্যাপ। তাই এবার জুম ও গুগল মিটকে টেক্কা দিতে মাইক্রোসফট নতুন মিটিং এপ্লিকেশন নিয়ে আসার কথা ঘোষণা করলো।

নতুন এই এপ্লিকেশনের নাম ‘মাইক্রোসফট টিম’। নতুন এই এপ্লিকেশনে থাকবে একটি কলে ৩০০ জনের উপস্থিতি ও টানা ২৪ ঘন্টা ফ্রি কলের সুবিধা। আর এরজন্য আলাদা কোনো সফটওয়্যার ইন্স্টল্ করতে হবে না।

আরও পড়ুন : জিমেইল পাসওয়ার্ড সুরক্ষিত রাখবেন যেভাবে

মাইক্রোসফটের এই ঘোষণায় জুম ও গুগল মিটের মাথায় হাত পরে গেছে। কারণ একটি জুম কলে ১০০ জনকে নিয়ে একটানা ৪০ মিনিট কথা বলা যায় অপরদিকে গুগল মিটে ১০০ জনকে নিয়ে একটানা ৬০ মিনিট কথা বলা যায়।

‘মাইক্রোসফট টিমস’ -এ একটি কলে ৪৯ জনকে গ্যালারি ভিউতে দেখা যাবে অপরদিকে অন্যান্য এপ্লিকেশনে সেই সুযোগ সীমিত। তাই বিশেজ্ঞদের ধারণা মাইক্রোসফটের এই উদ্যোগ বাকি প্রতিযোগীদের আয় কমিয়ে দেবে। অবশ্য মাইক্রোসফটএমন পদক্ষেপ নেওয়ায় ‘জুম’ এপ্লিকেশনের অধিকর্তার কল টাইম লিমিটের বিষয়টি তুলে নেওয়ার বিষয়ে উদ্যোগী হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button