সাহিত্য

করোনায় আক্রান্ত কবি জয় গোস্বামী

করোনায় আক্রান্ত কবি জয় গোস্বামী - West Bengal News 24

দেশজুড়ে লাগাতার বেড়েই চলেছে করোনা সংক্রমণের হার। বাংলাতেও ক্রমশ বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। মারণ ভাইরাস করোনা আক্রান্ত হলেন কবি জয় জয় গোস্বামী। শরীরে উপসর্গ দেখা থাকায় করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ আসে। শারীরিক অসুস্থতা থাকায় রিপোর্ট পজিটিভ আসার আগেই তাঁকে ভর্তি করানো হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। প্রথমে নন কোভিড ওয়ার্ডে ভর্তি ছিলেন জয় গোস্বামী।

রিপোর্ট পজিটিভ আসতেই তাঁকে কোভিড ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। সেখানেই আপাতত চিকিত্‍সা চলছে তাঁর। জয় গোস্বামী এবং তাঁর স্ত্রী কাবেরী গোস্বামী দুজনেই করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। কিন্তু টিকা নেওয়ার পরও জয় গোস্বামী মারণ ভাইরাস করোনায় আক্রান্ত হলেন। কবি জয় গোস্বামীর স্ত্রী কাবেরী গোস্বামীও অসুস্থ। তাঁরও শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে বলে জানা গেছে। কাবেরী গোস্বামীও আপাতত ভর্তি রয়েছেন হাসপাতালে। আপাতত তাঁরা সুস্থ রয়েছেন।

স্বনামধন্য কবি জয় গোস্বামী দ্রুত সুস্থ হয়ে উঠুন চাইছেন তাঁর অনুরাগীরা। মারণ ভাইরাস করোনা আক্রান্ত হয়ে কিছুদিন আগেই প্রাণ হারান স্বনামধন্য কবি শঙ্খ ঘোষ। দেশের অন্যান্য রাজ্যের মতো বাংলাতেও করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৪৭ জনের।

সূত্র : নিউজ ১৮

আরও পড়ুন ::

Back to top button