প্রযুক্তি

এবার ‘ফোন পে’ দিয়ে মোবাইল রিচার্জ করলে কাটবে প্রসেসিং ফি!

এবার ‘ফোন পে’ দিয়ে মোবাইল রিচার্জ করলে কাটবে প্রসেসিং ফি! - West Bengal News 24

মোবাইল ফোনে রিচার্জ করতে এখন কে আর দোকানে যায়। নিজের স্মার্টফোন থেকেই কাজ মিটে যায়। এক্ষেত্রে টাকা পেমেন্ট করার সহজ উপায় ‘ফোন পে’, ‘পে-টিএম’ কিংবা ‘গুগল পে’-র মতো ইউপিআই (ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস) অ্যাপ ব্যবহার। এর জন্য কোনও অতিরিক্ত পয়সা খরচ হয় না। ভুল, হত না, এবার থেকে হবে। অন্তত ফোন পে ব্যবহারকারীরা মোবাইল রিচার্জ করলে কিছু অর্থ প্রসেসিং ফি হিসেবে কাটবে।

আরও পড়ুন : নতুন রেকর্ডে বিটকয়েন

ওয়ালমার্ট গ্রুপের ডিজিটাল পেমেন্ট সংস্থা ফোন পে-র তরফে জানানো হয়েছে, এবার থেকে ৫০ টাকার বেশি রিচার্জে পয়সা কাটবে। ইউপিআই পদ্ধতিতে ৫০ থেকে ১০০ টাকার রিচার্জ পিছু কাটবে ১ টাকা। ১০০ টাকার ওপরে রিচার্জ করলে কাটবে ২ টাকা করে। ৫০ টাকার নীচে হলে তাতে আগের মতোই কোনও প্রসেসিং ফি দিতে হবে না। দেশে চালু ইউপিআই অ্যাপগুলির মধ্যে সবার আগে এই সিস্টেম চালু করল ফোন-পে-ই।

ভারতে যথেষ্ট জনপ্রিয় ফোন পে। পরিসংখ্যান বলছে, সেপ্টেম্বরেই অন্তত ১৬৫ কোটি ইউপিআই লেনদেন হয়েছে এই অ্যাপের মাধ্যমে। সংস্থার মুখপাত্র বলছেন, ‘প্রসেসিং ফি শুধুমাত্র আমরাই নিচ্ছি না। সামান্য অর্থ চার্জ করা এই ব্যবসায় এখন চলছেই, এবং অন্যান্য সংস্থাও করছে।’

সুত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button