আন্তর্জাতিক

এবার কোকা-কোলা কিনব: মাস্ক

এবার কোকা-কোলা কিনব: মাস্ক - West Bengal News 24

মাইক্রোব্লগিং সাইট টুইটার কিনে আলোচনায় ইলন মাস্ক। এবার জনপ্রিয় কোমল পানীয় প্রতিষ্ঠান কোকা-কোলা কেনার কথা বলেছেন তিনি। আজ বৃহস্পতিবার সকালে এক টুইটার বার্তায় টেসলা ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা সিইও মাস্ক এমন ঘোষণা দিলেন।

টুইট বার্তায় মাস্ক জানিয়েছেন,’আবারও কোকেন ফিরিয়ে আনতে এরপর আমি কোকা-কোলা কিনছি। এ বিষয়ে কোকা-কোলা প্রতিষ্ঠানের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

১৯৮৮ সালের নিউইয়র্ক টাইমস’র প্রতিবেদনে বলা হয়েছিল—প্রথম দিকে কোকা-কোলা’য় কোকেন ব্যবহার করা হত কিন্তু ১৯০০ সালের দিকে তা বন্ধ করে দেওয়া হয়।

উল্লেখ্য, টুইটারের পুরো শেয়ার কিনতে ইলন মাস্কের খরচ পড়েছে চার হাজার ৪০০ কোটি মার্কিন ডলার। এর আগে টুইটারের ৯ দশমিক ২ শতাংশ মালিকানা কিনে নিয়েছিলেন ইলন মাস্ক। এবার পুরো মালিকানাই তার দখলে।

 

আরও পড়ুন ::

Back to top button